Sunday, August 3, 2025
Homeদেশঅসমের সংখ্যালঘু, বাঙালি এবং হিন্দুদের ভোট পাবে তৃণমূল: সৌগত রায়

অসমের সংখ্যালঘু, বাঙালি এবং হিন্দুদের ভোট পাবে তৃণমূল: সৌগত রায়

Follow Us :

কলকাতা: উত্তর-পূর্বের রাজ্য অসম এবং ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায় গেলে লাভ হবে বিজেপির। এমনই দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপির দাপুটে নেতা হিমন্ত বিশ্বশর্মা(Himant Biswa Sharma)। যার পালটা জবাব দিয়েছে তৃণমূল। আগামী দিনে ত্রিপুরা সরকার গড়বে তৃণমূল(TMC) এবং অসমেও ভাল ফল করবে বলে দাবি করেছেন ঘাস ফুলের সাংসদেরা।

বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক সময়ে ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন। ২০১৫ সালে তিনি বিজেপিতে যোগ দেন। ২০১৬ সালে বিজেপি অসমের ক্ষমতা দখল করলে তাঁকে মন্ত্রী করা হয়। এখন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রবিবার তিনি বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যতো অসম-ত্রিপুরায় আসবেন ততই আমাদের ভালো হবে। সেই কারণে আমরা তাঁকে(মমতা বন্দ্যপাধ্যায়কে) রেড কার্পেটে স্বাগত জানাব।”

আরও পড়ুন- চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত হিমন্তকে ‘সারদা’ খোঁচা তৃণমূলের

যার পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ সৌগত রায়(Sougata Roy) বলেছেন, “উনি(হিমন্ত বিশ্বশর্মা) ভাবছেন অসমে তৃণমূল বেশি ভোট পেলে বিজেপি বিরোধী বাঙালি এবং মুসলিম ভোট ভাগাভাগি হয়ে যাবে। এতে বিজেপির সুবিধা হয়ে যাবে। কিন্তু তা হবে না।” সৌগত রায় আরও বলেছেন, “আত্মতুষ্টিতে ভুগছেন অসমের মুখ্যমন্ত্রী। অসমে তৃণমূল সংখ্যালঘু ভোটের পাশাপাশি ওই রাজ্যের বাঙালি এবং হিন্দুদের ভোটও পাবে। আগামী দিনে অসমে তৃণমূল অনেক ভাল ফল করবে।”

হিমন্ত বিশ্বশর্মা

অন্যদিকে, ঘাস ফুলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ‘সারদার অন্যতম নায়ক’ এবং ‘দলবদলু’ কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, “সারদার অন্যতম নায়ক এবং বিজেপির দলবদলু নেতার জেনে রাখা দরকার যে তৃণমূল ত্রিপুরায় বিজেপি ভোট কাটতে যায়নি। ত্রিপুরার সাধারণ মানুষের সমর্থন নিয়েই ওই রাজ্য থেকে বিজেপিকে উৎখাত করবে বিজেপি।”

আরও পড়ুন-  বিজেপি শাসিত রাজ্যের মহকুমা শাসক কৃষকদের মাথা ফাটাতে বলছেন,ভাইরাল ভিডিও

এই বিষয়ে তৃণমূল অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছে বলে জানিয়েছেন সাংসদ  শান্তনু সেন। সেই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে একার ক্ষমতায় ত্রিপুরার মসনদের দখল নেবে তৃণমূল। রেড কার্পেট প্রসঙ্গে শান্তনু সেন বলেছেন, “অবশ্যই ত্রিপুরায় তৃণমূলকে রেড কার্পেটে স্বাগত জানানো হবে। কারণ ২০২৩ সালে ওই রাজ্যে তৃণমূলের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রীরা রেড কার্পেটের উপর দিয়ে যাবেন।”

আরও পড়ুন- কৃষকদের মাথা ফাটিয়ে দিতে বলা অফিসার ‘সরকারি তালিবান’: রাকেশ টিকায়েত

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39