Sunday, August 3, 2025
HomeCurrent Newsভোট গণনার দিন আক্রান্ত হওয়ার অভিযোগ, দীর্ঘ ৩ মাস পর হাসপাতালেই মৃত্যু...

ভোট গণনার দিন আক্রান্ত হওয়ার অভিযোগ, দীর্ঘ ৩ মাস পর হাসপাতালেই মৃত্যু বিজেপি প্রার্থীর

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক :  ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছিলেন মগরাহাট পশ্চিম বিধানসভার প্রার্থী মানস সাহা। বুধবার দীর্ঘ তিন মাস লড়াই করার পর মারা গেলেন বিজেপি প্রার্থী মানস সাহা।

অভিযোগ, ভোট গণনার দিন ডায়মন্ড হারবারে গিয়াসউদ্দিন মোল্লার গুন্ডাবাহিনী বিজেপি প্রার্থী মানস সাহার উপর আক্রমণ চালায়। তাঁর মাথায় ও আঘাত করা হয়।

এর পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।  মে মাস থেকে দীর্ঘ তিন মাস হাসপাতালেই ছিলেন তিনি। চলছিল চিকিৎসা। দীর্ঘদিন ধরে চিকিৎসা চলার পর তিনি সুস্থ হয়ে এসেছেন বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

বুধবার তাঁকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার কথাও ছিল। তবে, বাড়িতে ফেরানোর আগে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। ভর্তি থাকাকালীন মৃত্যু হওয়ার কারণে সিবিআই তদন্তের দাবি করেছে মৃতের পরিবার। অন্যদিকে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তের অভিযোগ তুলে একই দাবি করেছেন অর্জুন সিংও।

মৃত বিজেপি প্রার্থীর পরিবারের সঙ্গে দেখা করেছেন বিজেপি নেতা অর্জুন সিং

আরও পড়ুন – লেক গার্ডেন্সের গলিতে হাঁটু জলে সৌগত, বিজেপি বলছে আহা রে দেখেও কষ্ট হয়

২০২১ বিধানসভার  নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী হন মানস সাহা মগরাহাট পশ্চিমের। তাঁর  বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা ।

ভোটের ফলের দিন ডায়মন্ড হারবার মহাবিদ্যালয় ভোট গননা কেন্দ্রে থেকে ফিরছিলেন পদ্ম-প্রার্থী মানস সাহা-সহ বিজেপি কর্মী সমর্থকেরা।  বিজেপির অভিযোগ, পথেই তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন সকলে।

আরও পড়ুন – কয়েকদিন থাকছেন না দিলীপ, প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারেও দেখা মিলবে না তাঁর

তখন থেকেই অসুস্থ ছিলেন পদ্ম প্রার্থী মানস সাহা। তিনমাস পর মঙ্গলবার ঠাকুরপুকুর কোস্তরি নার্সিংহোমে সকালে ওই বিজেপি নেতা মানস সাহার মৃত্যু হয়েছে। এদিনই মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা অর্জুন সিং।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39