Tuesday, August 5, 2025
Homeদেশকৃষি বিল ইস্যুতে মার্কিন মধ্যস্থতার আর্জি, বাইডেনের দ্বারস্থ হলেন টিকাইত

কৃষি বিল ইস্যুতে মার্কিন মধ্যস্থতার আর্জি, বাইডেনের দ্বারস্থ হলেন টিকাইত

Follow Us :

 নয়াদিল্লি: কৃষক আন্দোলনে মধ্যস্থতা চেয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বারস্থ হলেন কৃষক নেতা রাকেশ টিকাইত। রাষ্ট্রসঙ্ঘের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন মুলুকে রয়েছেন। ইতিমধ্যেই সাক্ষাৎ করেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে। প্রধানমন্ত্রীর সফরকে কাজে লাগিয়েই শুক্রবার টুইট করেন রাকেশ টিকাইত। কেন্দ্রের কৃষি বিলকে প্রত্যাহার করতে হস্তক্ষেপ করুক আমেরিকা। এদিন এই মর্মেই টুইট করেন কৃষক নেতা। টুইটটি ট্যাগ করেন মার্কিন প্রেসিডেন্টের টুইটার হ্যাণ্ডেলেও।

টুইটে তিনি স্পষ্ট বলেন, ‘’আমাদের বাঁচাতে এই কালা আইন প্রত্যাহার করা অত্যন্ত আবশ্যক। গত ১১ মাসে কমপক্ষে ৭০০ কৃষকের মৃত্যু হয়েছে।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে দয়া করে আমাদের উদ্বেগের বিষয়টিতে মনযোগ দিন।‘’ এই টুইটটির পর থেকেই ‘বাইডেন_স্পিক আপ ফর ফারমার্স হ্যাশট্যাগ’ নামে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে যায় টুইটটি।

শুক্রবার ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা। বৈঠকে বসবেন কোয়াড গোষ্ঠীর নেতারাও। কিন্তু তার কয়েক ঘন্টা আগে এই টুইটটি নিঃসন্দেহে অস্বস্তি বাড়াবে নয়াদিল্লির। এমনটাই মনে করছে কূটনৈতিকমহল।

আরও পড়ুন: ২০ কোটির বেশি ভারতীয় সম্পূর্ণ ভ্যাকসিন পেয়েছেন, আমেরিকায় দাবি প্রধানমন্ত্রী মোদির

দেশের সীমানা ছাড়িয়ে এবার আন্তর্জাতিকস্তরেও কৃষক আন্দোলনকে ছড়িয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে কৃষক সংগঠনগুলি। কবিতা কুরুগন্থী নামের সংযুক্ত কিষান মোর্চার এক সদস্যের কথায়, আন্তর্জাতিক স্তরে কৃষক আন্দোলনের সমর্থন আদায় কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। ব্যাক্তিগতভাবে আমি এর মধ্যে কোনও ভুল কিছু দেখছিনা। কেন্দ্রের সঙ্গে  কৃষকদের রফাসূত্র বের করতে একাধিক বৈঠকে যোগ দিয়েছিলেন কবিতা কুরুগন্থী। এর আগে দর্শন পাল নামে জনৈক কৃষক নেতাও ভিডিও ক্লিপের মাধ্যমে রাষ্ট্রসঙ্ঘের কাছে আবেদন জানিয়েছিলেন। কৃষক আন্দোলন শুধু ভারতেই নয়, কানাডা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, অস্ট্রিয়ার ভিয়েনা সহ ইউরোপের একাধিক শহরেও মোদি সরকারের কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন প্রবাসী ভারতীয়রা।

আরও পড়ুন: দিল্লির কোর্টরুমে গ্যাংস্টারদের এলোপাথাড়ি গুলি, কুখ্যাত ডন গোগী নিহত

শনিবার থেকে শুরু হচ্ছে রাষ্ট্রসঙ্ঘের অধিবেশন। তার আগে এদিন একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে ভারত ও আমেরিকা। উল্লেখ্য, এই বছরের শুরুতে কৃষক আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যার ফলে সেইসময় কিছুটা অস্বস্তিতে পড়তে হয় নরেন্দ্র মোদি সরকারকে।এবার রাকেশ টিকাইতের মার্কিন মধ্যস্থতার আর্জি  মার্কিন মুলুকেই নয়াদিল্লির অস্বস্তি বাড়াতে পারে বলেই মনে করছে কূটনৈতিকমহল।

 

 

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39