Sunday, August 3, 2025
HomeCurrent Newsভোট ব্যবধান বাড়তেই মমতাকে শুভেচ্ছা জানিয়ে টুইট অখিলেশের

ভোট ব্যবধান বাড়তেই মমতাকে শুভেচ্ছা জানিয়ে টুইট অখিলেশের

Follow Us :

কলকাতা: বেলা বাড়তেই রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের জয়ের পথ প্রসস্থ হচ্ছে৷ ভবানীপুর,সমশেরগঞ্জ ও জঙ্গিপুরে তৃণমূল কর্মী-সমর্থকরা সবুজ আবির ও মিষ্টি বিরতন শুরু করেছেন৷ একই সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতেই শুরু করেন৷ প্রথম শুভেচ্ছা জানান, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব৷ তিনি টুইট করে বলেন, ‘এটি ‘মমতা দিদিঠর জয়’ এটাই সত্যমেব জয়তে রীতি’৷

এ দিকে দ্বাদশ রাউন্ড শেষে ভবানীপুর উপনির্বাচনে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি নিকটবর্তী প্রার্থীর থেকে ৩৪, ৯৭০ ভোটে এগিয়ে রয়েছেন৷ তিনি মোট ৪৮,৮১৩ ভোট পেয়েছেন৷ বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল ১৩, ৮৪৩ ভোট পেয়েছেন৷ আর সিপিএমের শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ১,৬৫৫টি ভোট৷

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39