Thursday, August 14, 2025
Homeবিনোদন‘অদ্ভূত’ নওয়াজ

‘অদ্ভূত’ নওয়াজ

Follow Us :

তার পরের ছবি দুর্দান্ত একটি থ্রিলার,সদ্য এমনটাই জানিয়েছিলেন ‘হিরোপন্তি’ খ্যাত পরিচালক সাব্বির খান।প্রকাশ্যে এল সাব্বিরের নতুন ছবি ‘অদ্ভুত’-এর ছোট্ট টিজার। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং।‘অদ্ভুত’-এর কাস্টিং কিন্তু রীতিমতো চমকদার।ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে নওয়াজউজদ্দিন সিদ্দিকি এবং শ্রেয়া ধন্বন্তরি।রয়েছেন ডায়ানা পেন্টি এবং রোহন মেহরাও।অদ্ভুত একটি মিস্ট্রি থ্রিলার হলেও কাহিনি-চিত্রনাট্যে রয়েছে ভুতের গল্পের ছোঁয়াও।

আরও পড়ুন – ‘হিরোপন্তী’র পরিচালকের নতুন চ্যালেঞ্জ 

সাব্বিরের পরিচালনায় এর আগেও মুন্না মাইকেল ছবিতে কাজ করছেন নওয়াজ।এটা সাব্বিরের সঙ্গে তার দ্বিতীয় কাজ।থ্রিলার সবসময়ই অভিনেতার পয়লা পসন্দ।কিন্তু ‘অদ্ভুত’ একেবারেই অন্য ঘরানার থ্রিলার।ছবিতে কাজ করে দারুণ খুশি ‘সেক্রেড গেমস্’-এর গণেশ গাইতোণ্ডে।

আরও পড়ুন – ‘ফ্যামিলি ম্যান’ নওয়াজ? 

RELATED ARTICLES

Most Popular