Monday, August 18, 2025
Homeদেশপ্রশান্ত কিশোরের বক্তব্য ঘিরে টুইটযুদ্ধ কংগ্রেস-তৃণমূলের

প্রশান্ত কিশোরের বক্তব্য ঘিরে টুইটযুদ্ধ কংগ্রেস-তৃণমূলের

Follow Us :

কলকাতা: মাসকয়েক যাবত জল্পনা চলছিল কংগ্রেসে যোগ দিতে পারেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকও করেছিলেন প্রশান্ত। তবে সে সব এখন অতীত। টুইটারে পিকের টার্গেট এখন সেই কংগ্রেস। ভোটকুশলীর একটি টুইট ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। সেই টুইট-পাল্টা টুইট ঘিরেই প্রকাশ্যে তৃণমূল-কংগ্রেস টক্কর।

ব্যাপারটা একটু খোলসা করা যাক। শুক্রবার সকালে লখিমপুর খেরির ঘটনা নিয়ে পিকে একটি টুইট করেন। সেই টুইটের ছত্রে ছত্রে কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। পরের টুইট ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের। বেশ কয়েকটি রাজ্যে কংগ্রেসে ভাঙন ধরানোর জন্য পাল্টা তৃণমূলকে টুইটারে আক্রমণ করেন তিনি।

আরও পড়ুন: বিজেপি-র বিরুদ্ধে ব্যর্থ কংগ্রেস, লড়াইয়ের মুখ তৃণমূল, জাগো বাংলার উৎসব সংখ্যায় লিখলেন মমতা

এখানেই থেমে থাকেনি টুইট যুদ্ধ। বাঘেলকে ট্যাগ করে কড়া এর পর ভাষায় জবাব দেয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। পিকে টুইটে লিখেছিলেন, যারা মনে করেন যে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীরা লখিমপুর ঘটনার জেরে দ্রুত প্রত্যাবর্তন করবে, তাঁরা ভুল ভাবছেন। শতাব্দী প্রাচীন পার্টির গভীর সমস্যা এবং কাঠামোগত দুর্বলতা মোকাবিলার কোনও তাৎক্ষণিক সমাধান নেই।

পিকের এই টুইটের জবাব দেন বাঘেল। তৃণমূলকে কার্যত তুলোধোনা করেন তিনি। টুইটে লেখেন, যারা নিজেদের আসনও জিততে পারে না (নন্দীগ্রাম নিয়ে মমতাকে কটাক্ষ), তারা কংগ্রেসের নেতাদের দলে নিয়ে জাতীয় পর্যায়ে বিকল্প তৈরির হয়ে ওঠার কথা ভাবছে। তারা খুবই হতাশ হয়েছে। এর পরই মাঠে নামে তৃণমূল। বাঘেলকে ট্যাগ করে কড়া জবাব দেয় জোড়াফুল শিবির।

আরও পড়ুন: মোদি বিরোধিতায় কংগ্রেসকে বাদ দিয়ে জোট নয়, ‘জাগো বাংলা’য় বার্তা তৃণমূলের

তৃণমূল টুইটে লেখে, একজন প্রথম বারের মুখ্যমন্ত্রীর থেকে বড় বড় কথা বলছেন। নিজের ওজন বুঝে কথা না বললে সম্মান মেলে না। হাইকম্যান্ডকে সন্তুষ্ট করার বিশ্রি প্রচেষ্টা করছেন ভূপেশ বাঘেল। গত লোকসভা নির্বাচনে অমেঠিতে রাহুল গান্ধীর পরাজয়ের প্রসঙ্গ টেনে তৃণমূলের তোপ, অমেঠির ঐতিহাসিক পরাজয়ের কথা মুছে দেওয়ার জন্য টুইটার ট্রেন্ড শুরু করল কংগ্রেস?

কয়েকমাস ধরেই অসম, ত্রিপুরা, গোয়া সহ বিভিন্ন রাজ্যে কংগ্রেসে ভাঙন ধরাচ্ছে তৃণমূল। বিষয়টি নিয়ে সরাসরি মুখ না খুললেও এতে কিছুটা অসন্তুষ্ট কংগ্রেস। তৃণমূলের মুখপত্রের সম্প্রতি একাধিকবার কংগ্রেসের ভূমিকার সমালোচনা করা হয়েছে। মমতা দিল্লি গিয়ে সনিয়া-রাহুলের সঙ্গে একান্তে বৈঠক করলেও কংগ্রেস-তৃণমূল ঠান্ডা লড়াই চলছে।

জাতীয়স্তরে মোদি বিরোধী শক্তি হয়ে উঠতে মরিয়া তৃণমূল। বাংলার ছাড়াও তাই অন্যান্য রাজ্যে সংগঠন বিস্তারে জোর দিয়েছে। পাল্টা জমি ছাড়তে রাজি নয় কংগ্রেসকে। লখিমপুরের ঘটনার প্রেক্ষিতে প্রিয়াঙ্কা গান্ধীর কার্যকলাপেই তা বোঝা যাচ্ছে। এ দিকে কংগ্রেসকে টেক্কা দিয়ে লখিমপুরের মৃত কৃষকদের সঙ্গে সর্বপ্রথম দেখা করেছে তৃণমূলের প্রতিনিধিদল।

আরও পড়ুন: সনিয়া-মমতা সাক্ষাতকে ‘হেরোদের বৈঠক’ বলে কটাক্ষ গিরিরাজের

হাজার তর্জন গর্জন করলেও লখিমপুর ইস্যুতে তৃণমূলের তুলনায় কংগ্রেস যে কিছুটা পিছিয়ে, তা বলার অপেক্ষা রাখে না। মমতা বার বারই দাবি করেছেন, বিরোধী জোটের নেতৃত্ব কে দেবে তা নিয়ে ভাবনার সময় আসেনি। প্রত্যাশিতভাবেই কংগ্রেস এই বিষয়ে তেমন কিছু বলেনি। অর্থাৎ, মোদির বিরুদ্ধে লড়াই তো চলছে, কংগ্রেস-তৃণমূলের লড়াই চলছে বিরোধী জোটের নেতৃত্ব নিয়েও!

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Rahul Gandhi | Election Commission | সাত দিনের ডেডলাইন রাহুল vs কমিশন, কী হবে এবার?
11:44:00
Video thumbnail
Rahul Gandhi | বিহারে রাহুলের পদযাত্রা শুরু হতেই এ কি হল..দেখুন এই ভিডিও
02:49:15
Video thumbnail
Rahul Gandhi | বিহারে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ, এই আবহে রাহুলের পদযাত্রা, দেখুন সরাসরি
01:57:16
Video thumbnail
China | Robot Games | চীনে শুরু হচ্ছে বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট গেমস
01:40:40
Video thumbnail
Rahul Gandhi | Bihar | বিহারে রাহুলের ভোট অধিকার যাত্রা, দেখুন Live
03:07:11
Video thumbnail
Trump | ‘ট্রাম্প মাস্ট গো’, হোয়াইট হাউসের বাইরে ট্রাম্প বিরোধী প্রবল বি/ক্ষো/ভ
01:37:15
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
03:42:56
Video thumbnail
Tejashwi Yadav | Narendra Modi | চুনা VS খৈনি মে চুনা, মোদি VS তেজস্বী, এই ভিডিও না দেখলে মিস
09:17
Video thumbnail
Stadium Bulletin | মরসুম তাহলে ইস্টবেঙ্গলের?
23:02
Video thumbnail
Ek Brishti Raate | 'এক বৃষ্টির রাতে'-র টিজার রিলিজ
01:52