গুড়গুড়িপাল : শনিবার দুপুর থেকেই পশ্চিম মেদিনীপুর জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে ৷ যার জেরে শারদীয়ার শেষ মুহুর্তের আনন্দ মাটি হয়েছে বিভিন্ন জায়গায় ৷ জঙ্গলমহলের চাঁদড়া ও গুড়গুড়িপাল এলাকাতে রাবণ বধের অনুষ্ঠান বন্ধ রাখতে হয়েছে মাঝ পথেই ৷ বেলিয়াতে রাবণের মুর্তিতে আগুন লাগানোর কয়েক মুহুর্ত আগেই বৃষ্টি হওয়ায় সব স্থগিত ৷ দুদিন ধরেই সেই রাবণ মুর্তি দাঁড়িয়ে ভিজছে ৷ অন্যদিকে সদর ব্লকের গুড়গুড়িপাল এলাকাতে শেষমুহুর্তে বড়ো ত্রিপলে মুড়ে ফেলে রাখতে হয়েছে মাঠেই ৷ রাবণ বধ উপলক্ষে আয়োজিত মেলাও স্থগিত অনির্দিষ্ট সময়ের জন্য ৷
প্রতিবছরের মতো এবছরও নিয়ম করে মেদিনীপুর সদর ব্লকের জঙ্গলমহলে রাবণবধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সদর ব্লকের এনায়েতপুর, গুড়গুড়িপাল ও বেলিয়াতে তিনটি স্থানে এই দশেরা পালনের রীতি দির্ঘদিনের ৷ এই উপলক্ষ্যে মেলার আয়োজনও হয়ে থাকে জঙ্গলমহলের এই তিন জায়গায় ৷ সেই মতো গতো শুক্রবার সন্ধায় এনায়েতপুর এলাকাতে দশেরা পালন হয় ৷ কিন্তু পরদিন থেকে খারাপ আবহাওয়া হওয়ার কারনে শেষ মুহুর্তে বন্ধ করতে হয়েছে গুড়গুড়িপাল ও বেলিয়া এলাকার আয়োজন ৷
আরও পড়ুন- আদিবাসী সমন্বয় মঞ্চ থেকে তৃণমূলের যোগ
বেলিয়া এলাকার বাসিন্দা রবীন মাহাতো বলেন- দহনের আগে রাবণ মুর্তিকে দাঁড় করানো হয়েছিল ৷ বাজিও তৈরী ছিল ৷ কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারনে তা বন্ধ করে পালাতে হয়েছে ৷ দুদিন ধরেই সেই মুর্তি ফাঁকা মাঠে দাঁড়িয়ে ভিজছে ৷ মেলাও বন্ধ ৷ গুড়গুড়িপাল এলাকাতেও শেষ মুহুর্তে বিশাল রাবণ মুর্তি দাঁড় করানো না হলেও মাঠেই ত্রিপলে ঢেকে রাখতে হয়েছে ৷ মেলাও বন্ধ ৷

আরও পড়ুন – সিঁদুর খেলে-ঢাকের তালে কোমর দুলিয়ে মদন-শো বিজয়াতে
স্থানীয়রা জানাচ্ছেন জঙ্গলমহলের মানুষের দীর্ঘ অপেক্ষার উত্সব এটি ৷ সেটিও প্রতিকূল আবহাওয়ার কারনে বন্ধ হল ৷ কবে পরিষ্কার হবে আবহওয়া তার ঠিক নেই ৷ অন্যদিকে মেদিনীপুর শহর ছাড়াও বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনেও বিঘ্ন ঘটেছে অনেকের ক্ষেত্রে শনিবার থেকেই ৷