Sunday, August 3, 2025
HomeCurrent Newsবিস্ফোরণে কাঁপল হাফিজের বাড়ির এলাকা

বিস্ফোরণে কাঁপল হাফিজের বাড়ির এলাকা

Follow Us :

লাহোর: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি হাফিজ সইদের বাড়ির আশপাশের এলাকা। ঘটনাটি ঘটেছে, বুধবার সকালে পাকিস্তানের লাহোরের জোহার টাউন এলাকায়। ইতিমধ্যেই মারা গিয়েছেন ৩ জন। পাকিস্তান সংবাদমাধ্যম ডন সূত্রে খবর, এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। আহতদের নিকটবর্তী জিন্নাহ হসপিটাল ফর মেডিক্যাল অ্যাটেনশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। কী কারণে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পাক পুলিশ প্রশাসন।

আরও পড়ুন: গালওয়ানের পর আরও প্রশিক্ষণ প্রয়োজন লালফৌজের: রাওয়াত

ওই অঞ্চলের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বিস্ফোরণ এলাকা সংলগ্ন বাড়িগুলির দেওয়ালে এবং জানালায় বড়সড় ফাটল দেখা দিয়েছে। আহত ১৭ জনের মধ্যে এক মহিলা এবং এক শিশুও আছেন। ওই ঘটনার সময় হাফিজ বাড়িতে ছিলেন কিনা তা খোঁজ নিয়ে দেখছে পাক পুলিশ। এদিন সকালে ওই ঘটনা ঘটার আগে একটা ফোন আসে পুলিশের কাছে। উড়ো ফোন ভেবে তা গুরুত্ত্ব দেননি স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন: কাশ্মীরের জন্যই মজুত পরমাণু অস্ত্রঃ ইমরান

এই হাফিজ সৈয়দ মুম্বই হামলার মূল চক্রী। ২০০৮ সালের ২৬ শে নভেম্বর মুম্বইয়ের তাজ হোটেল, ওবেরয় হোটেল, মুম্বই রেলস্টেশনে হামলা চালায় পাকিস্তানের কিছু জঙ্গি। কব্জা করে নেয় মুম্বই শহরকে। এই ঘটনায় মৃত্যু হয়েছিল ১৭৫ জনের। জীবিত ধরা গিয়েছিল পাকিস্তানের জঙ্গি আজমল কাসভকে। তাঁকে জেরা করেই উঠে আসে হাফিজ সৈয়দের নাম।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39