Thursday, August 14, 2025
Homeজেলার খবরটিকাকরণের সাফল্যের মিছিল ভাঙল করোনা বিধি, এফআইআর

টিকাকরণের সাফল্যের মিছিল ভাঙল করোনা বিধি, এফআইআর

Follow Us :

পুরুলিয়া : কোভিড বিধি ভঙ্গের অভিযোগে বিজেপির সাংসদ, ছয় বিধায়ক সহ ৩৪ জন নেতার বিরুদ্ধে এফ আই আর দায়ের পুরুলিয়া সদর থানায়। পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তোড়জোড় শুরু করেছে।

অক্টোবরে ১০০ কোটি করোনা টিকার মাইলফলক অতিক্রম করেছে ভারত। চীনের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে ভারতে। কেন্দ্র সরকারের টিকাকরণের এই সাফল্য জনসমক্ষে তুলে ধরতে উদ্যোগী হয় পুরুলিয়া জেলা বিজেপি।

শনিবার এই লক্ষ্যে পুরুলিয়া শহরে মিছিল ও পথসভা করেন তাঁরা। সাংসদ এবং দলের বঙ্গ সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতকে সামনে রেখে এদিন মিছিল করে জেলা বিজেপি। এতে ছয় বিধায়ক ও জেলা নেতৃত্ব সক্রিয়ভাবে অংশ নেন।

আরও পড়ুন – গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বাঁকুড়ায় খুন তৃণমূল কর্মী, অভিযোগ পরিবারের

আর এই মিছিলেই অভিযোগ ওঠে করোনা বিধি না মানার। তার পরেই পুরুলিয়া সদর থানায় এফ আই আর দায়ের করা হয়। এফ আই আর তালিকায় পুরুলিয়া কেন্দ্রের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখার্জি, জয়পুরের বিধায়ক নরহরি মাহাতো, বলরামপুরের বিধায়ক বানেশ্বর মাহাতো, কাশিপুরের কমলাকান্ত হাঁসদা রঘুনাথপুরের বিবেকানন্দ বাউরি ও পাড়া কেন্দ্রের বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি ছাড়াও বিজেপি জেলা সভাপতি, নেতা-নেত্রীদের নাম রয়েছে।

RELATED ARTICLES

Most Popular