skip to content
Saturday, June 29, 2024

skip to content
Homeবিনোদনইমতিয়াজের ওয়েব সিরিজে সন্দীপা

ইমতিয়াজের ওয়েব সিরিজে সন্দীপা

Follow Us :

দীর্ঘদিন পর পরিচালনায় ফিরছেন ‘জব উই মেট’ খ্যাত পরিচালক ইমতিয়াজ আলি। তার আগের ছবি কার্তিক আরিয়ান-সারা আলি খান অভিনীত ‘লাভ আজ কাল’ সেইভাবে সারা ফেলতে পারেনি বক্সঅফিসে।সমালোচকদের মন জয় করতেও ব্যর্থ হয়েছে ছবি।তবে  এবার ছবি নয়, ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন ‘জব হ্যারি মেট সেজাল’-এর পরিচালক।পরিচালনার দায়িত্ব দুই সহকারী সাজিদ আলি ও অর্চিতের হাতে তুলে দিলেও সিরিজের কাহিনী-চিত্রনাট্য ইমতিয়াজই লিখেছেন।কমেডি জঁরের এই ওয়েব সিরিজের মূল ভাবনাও তাঁরই।সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন সন্দীপা ধর।

ইমতিয়াজের সঙ্গে কাজ করার সুযোগে রোমাঞ্চিত তিনি।সদ্যই অভিনেত্রী জানিয়েছেন,ইমতিয়াজ বলিউডের অন্যতম পরিচালক যিনি কলাকুশলীদের থেকে সবসময় সেরা জিনিষটা বের করে আনেন।তাঁর ছবির প্রতিটা চরিত্রই ভীষণ ভাবে জীবন্ত হয়ে ওঠে।তাই তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে খুশি সন্দীপা ধর।ওয়েব সিরিজের শ্যুটিং শুরু করার জন্য মুখিয়ে আছেন বলিসুন্দরী।

RELATED ARTICLES

Most Popular