Thursday, August 14, 2025
Homeদেশ'এই জয় আপনাদের' প্রতিটি কৃষককে ধন্যবাদ জানিয়ে টুইট মমতার

‘এই জয় আপনাদের’ প্রতিটি কৃষককে ধন্যবাদ জানিয়ে টুইট মমতার

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক : কৃষকদের চাপের কাছে নতি স্বীকার কেন্দ্রের, অবশেষে ৩ কৃষি আইন প্রত্যাহার করলেন মোদি। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সকল কৃষককে অভিনন্দন জানিয়ে লিখেছেন এই জয় কৃষকদের । তাঁদের এই লড়াইকে কুর্নিশ জানাই। একইসঙ্গে আন্দোলনে নিহত কৃষকদেরও সমবেদনা জানিয়েছেন মমতা।

 আরও পড়ুন কৃষকদের চাপের কাছে নতি স্বীকার কেন্দ্রের, অবশেষে ৩ কৃষি আইন প্রত্যাহার করলেন মোদি 

গত বছর সেপ্টেম্বর মাসে সংসদে পাস হয় ৩ টি কৃষি আইন। যে আইন নিয়ে দেশে আন্দোলনে নামেন কৃষকরা। বরাবরই তৃণমূল কংগ্রেসকে কৃষকদের পাশে থাকতে দেখা গেছে। কখনও সিঙ্ঘু  সীমানায় আন্দোলন চলাকালীন তো আবার কখনও দিল্লির গান্ধী মূর্তির পাদদেশে। তৃণমূল সরকারের প্রতিনিধি দল পৌঁছেছিল সীমান্তেও। পাশে থেকেছে কৃষকদের। তাই কৃষি বিল প্রত্যাহারের মতো খুশির দিনেও পাশে থাকলেন মমতা। কৃষকদের নিরিলস আন্দোলনকে টুইট করে কুর্নিশ জানিয়েছেন তিনি। ‘বিজেপির নিষ্ঠুর অত্যাচারেও পিছু হাঁটেননি তারা। কৃষকদের দীর্ঘদিনের লড়াইয়ের ফল এটি। এই জয় কৃষকদের। সমবেদনা জানাই এই লড়াইয়ে নিহত কৃষক বন্ধু ও তাঁদের পরিবারদের।’ শুক্রবার গুরুনানকের জন্মজয়ন্তীতে বড় সিদ্ধান্ত  ঘোষণার পর টুইটে এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

 আরও পড়ুন অন্নদাতাদের কাছে অহংকারের হার, বললেন রাহুল

দীর্ঘদিন ধরে কৃষক আন্দোলনের আগুন জ্বলছিল সারা দেশ জুড়ে। গত ১ বছর ধরে কৃষি আইন তুলে নেওয়ার দাবিতে দিল্লি, পঞ্জাব এবং উত্তর প্রদেশে লড়াই করেছিল কৃষকরা। যে কারনে উত্তর প্রদেশের বহু কৃষকরা মারাও গেছেন। যার জ্বলন্ত উদাহরণ লাখিমপুর কাণ্ড। কেন্দ্রীয় প্রতি মন্ত্রীর গাড়ির তলায় চাপা পড়ে আন্দোলনের সময় মারা যান ৪ জন কৃষক। এই সব ঘটনার পর কার্যত কৃষক বিক্ষোভের মুখে পরেই এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন নেতা রাকেশ টিকায়েত। তিনি জানিয়েছেন,  এখনই তাঁরা আন্দোলন তুলে নেবেন না। সংসদে বিল প্রত্যাহার হলে তাঁরা সিদ্ধান্ত নেবেন।    

 

 

 

 

 

RELATED ARTICLES

Most Popular