Sunday, August 17, 2025
Homeদেশকেন তিন কৃষি আইন প্রত্যাহার, কী যুক্তি দিলেন মোদি? ডি-কোড করল কলকাতা...

কেন তিন কৃষি আইন প্রত্যাহার, কী যুক্তি দিলেন মোদি? ডি-কোড করল কলকাতা টিভি ডিজিটাল

Follow Us :

পঞ্জাব-হরিয়ানা তো বটেই বাকি দেশের কৃষকেরাও এককাট্টা থেকেছেন। শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে গিয়েছেন। আর তাতেই শেষ পর্যন্ত পিছু হটেছে কেন্দ্রের মোদি সরকার। তিন কৃষি আইন সংসদের অধিবেশনে প্রত্যাহার করার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর দফতরের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডল সেখানে কী বলা হল?  প্রধানমন্ত্রীই বা কী বললেন জাতির উদ্দেশে তাঁর ভাষণে? এর খানিকটা ডি-কোড করেছে কলকাতা টিভির ডিজিটাল টিম।

‘আজ আমি আপনাদের, গোটা দেশকে এটাই বলতে এসেছি যে, আমরা (সরকার) তিন কৃষি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। এই মাসের শেষে সংসদের অধিবেশনে এই তিন কৃষি আইন রিপিল (বাতিল) করার সাংবিধানিক প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।’ আইন প্রত্যাহার করা নিয়ে এটাই প্রধানমন্ত্রীর কোট আন কোট বক্তব্য। অর্থাৎ রাষ্ট্রপতির সই হয়ে একবার আইন হয়ে যাওয়ার পর এ বার সেই আইনকে বাতিল করার সাংবিধানিক প্রক্রিয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

farmers
আইন প্রত্যাহারের দাবিতে রাজপথে কৃষকরা

এ দিনও প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বোঝানোর চেষ্টা করে গিয়েছেন কেন্দ্রের সরকার, বিজেপি সরকার কৃষকদের স্বার্থেই এই আইন তৈরি করে। ‘কৃষকদের কল্যাণে বিশেষ করে ছোট চাষি এবং কৃষিজীবীদের এগিয়ে চলার জন্যই এই আইন তৈরি হয়’, ভাষণে আগাগোড়া এটাই বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী। তো কৃষকদের স্বার্থেই যখন আইন তৈরি, তাকে কেন হঠাৎ করে শীতকালীন অধিবেশন শুরুর ঠিক মুখে প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে হল? তাও আবার এমন দিনে যেদিনটা শিখ সম্প্রদায় মানুষের অসম্ভব পবিত্র এবং আনন্দের?

আরও পড়ুন – পঞ্জাব-উত্তর প্রদেশে ভোট, সঙ্গে ভাবমূর্তিতে ধাক্কা, হিসেব নিকেশ করে কৃষি-আইন নিয়ে ইউ-টার্ন করল মোদি সরকার

প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা বা দলের সহযোদ্ধাদের যে বক্তব্য তাকেও এক বার ফিরে দেখার প্রয়োজন রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র। যাঁর ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে লখিমপুর-খেরিতে গাড়ি চাপা দিয়ে কৃষকদের হত্যা এবং গুলি চালানোর ঘটনায় মামলা চলছে। সেই মন্ত্রী কী বলেছিলেন? বিক্ষোভকারীদের বলেছিলেন, ‘আমার মুখোমুখি হোন, আপনাদের দু’মিনিটের মধ্যে সবক শিখিয়ে দেব।” বিজেপি আইটি সেলের মাথা, অমিত মালব্য, তিনি কী বলেছিলেন? কোনও রকম তথ্য প্রমাণ ছাড়াই দাবি করেন, বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে খালিস্তানপন্থী এবং মাওবাদীদের যোগাযোগ রয়েছে। দুষ্যন্ত কুমার গৌতম। আর এক বিজেপি নেতা দাবি করেন, ‘কৃষি আইন তো গোটা দেশের, তা হলে কেন শুধু পঞ্জাবেই বিক্ষোভ? বিক্ষোভকারীরা খালিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন, এটা আবার বিক্ষোভ নাকি?’

কৃষক আন্দোলন নিয়ে এটাই ছিল বিজেপি নেতৃত্বের মনোভাব। বিশ্বাসও। তাই এ দিনও প্রধানমন্ত্রীকে বারবারই কৃষি আইনের সমর্থনে বলতে শোনা গিয়েছে। ‘এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে, কৃষি আইনের সুবিধা গুলো কৃষকদের বুঝিয়ে বলতে পারিনি।’ প্রধানমন্ত্রীর এ দিনের ভাষণের এটাও একটা মনে রাখার মত কথা। অর্থাৎ আইন যা তৈরি হয়েছে, তা কৃষকদের উন্নয়নের জন্যই। শুধু কেন্দ্র তা বোঝাতে ব্যর্থ বলেই বাতিল করার সিদ্ধান্ত।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
00:00
Video thumbnail
Trump-Putin | Modi | ট্রাম্প-পুতিন বৈঠকে ভারতের লাভ! আদৌ লাগু হবে অতিরিক্ত শুল্ক? দেখুন বিগ আপডেট
00:00
Video thumbnail
India-Russia | Trump | বৈঠকে ট্রাম্পকে মাত পুতিনের, রাশিয়ায় অনড় দিল্লি, দেবে ডিভিডেন্ড?
00:00
Video thumbnail
India-Russia | ভারতকে প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস রাশিয়ার, ভারতের স্বাধীনতা দিবসে বার্তা পুতিনের
00:00
Video thumbnail
Rahul Gandhi | Bihar | রাহুলের বিহার যাত্রার আগে কি অবস্থা নির্বাচন কমিশনের? দেখুন স্পেশাল রিপোর্ট
00:00
Video thumbnail
Narendra Modi | RSS | লালকেল্লায় RSS-কে NGO বলে প্রশ্নের মুখে মোদি? দেখুন স্পেশাল রিপোর্ট
00:00
Video thumbnail
Flood | কিশতোয়ারের পর এবার কাঠুয়া, মেঘভাঙা বৃষ্টিতে ক্ষ/তিগ্রস্ত একাধিক বাড়ি, বাড়ছে মৃ/তের সংখ্যা
08:49
Video thumbnail
Rahul Gandhi | বিহারে SIR আবহে আজ থেকে শুরু রাহুলের 'ভোট অধিকার যাত্রা', দেখুন সরাসরি
04:22
Video thumbnail
India-Russia | Trump | বৈঠকে ট্রাম্পকে মাত পুতিনের, রাশিয়ায় অনড় দিল্লি, দেবে ডিভিডেন্ড?
11:22:40
Video thumbnail
Midnapore News | TMC | ফুটবল শহীদ দিবসে ফিরল ল/জ্জার ছবি, গোল দিয়ে গোল, লা/থি রেফারিকে
11:40:26