Sunday, August 3, 2025
Homeজেলার খবররাণীনগরে চিতাবাঘের আতঙ্ক, এলাকায় খাঁচা পাতল বনদফতর

রাণীনগরে চিতাবাঘের আতঙ্ক, এলাকায় খাঁচা পাতল বনদফতর

Follow Us :

জলপাইগুড়ি : ফের রাণীনগরের শোভাভিটা গ্রামে ছড়ালো চিতাবাঘের আতঙ্ক। যার জেরে আপাতত বন্ধ রয়েছে শোভাভিটা গ্রাম ও সংলগ্ন চা বাগানের কাজকর্ম। চা শ্রমিকরাও ভয়ে কাজ করতে চাইছেন না। এবার চিতাবাঘ ধরতে বনদফতর থেকে জঙ্গলে পাতা হল খাঁচা।

এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়তেই খবর দেওয়া হয় বৈকন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের কর্মীদের। কিন্তু দিনভর তল্লাশি করে চিতাবাঘের হদিশ মেলেনি বলে জানা গিয়েছে। তাই পূর্ণবয়স্ক চিতাবাঘটি ধরতে ফের এলাকায় খাঁচা পাতা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে ওই গ্রামে একটি ছাগলকে মৃত অবস্থায় পরে থাকতে দেখা যায়। ছাগলের গায়ে আঁচড়ের চিহ্ন দেখে স্থানীয়দের সন্দেহ হয় ফের চিতাবাঘ হানা দিয়েছে সেখানে। গ্রামবাসীদের কয়েকজন চিতাবাঘ দেখেছেন বলে জানান। এদিন বুধারু রায় নামে স্থানীয় এক ব্যক্তির ছাগল মেরে ফেলায় বন দফতরের তরফে তাঁর ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন : ঝাড়গ্রামের ডিয়ার পার্ক থেকে পালাল চিতা, আতঙ্কিত বাসিন্দারা, মাইকে প্রচার বন দফতরের

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39