Sunday, August 3, 2025
Homeবিনোদনহাইপ্রোফাইল বিয়ের জন্য রনথম্বোরে হোটেলে ঘর নেই

হাইপ্রোফাইল বিয়ের জন্য রনথম্বোরে হোটেলে ঘর নেই

Follow Us :

নিজেরা মুখ না খুললেও বিভিন্ন সূত্রের খবর তাঁদের বিয়ের আসর জমিয়ে বসতে চলেছে। ইতিমধ্যেই রনথম্বোরে প্রায় ৫০টি হোটেল বুক করা হয়ে গিয়েছে। অতিথি আপ্যায়নের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য সমস্ত রকম ব্যবস্থা পাকা করা হয়েছে। জনৈক হোটেল মালিক ইতিমধ্যেই জানিয়েছেন, আগামী ৭ ডিসেম্বর থেকে বলিউডের বহু স্টার এ শহরে আসতে চলেছে। এদিকে ভিকি-ক্যাটরিনা এই হেভিওয়েট জুটির বিয়ে করোনা-কাঁটায় আটকে ছিল প্রায় দু’বছর। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও নতুন করে চোখ রাঙাচ্ছে নয়া ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’। শোনা যাচ্ছে সেই কারণে নাকি অতিথি তালিকা ছোট করা শুরু হয়েছে। ইতিমধ্যেই এই হাইপ্রোফাইল বিয়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বলিউডের এই জনপ্রিয় যুগলের ডি-ডের জন্যে মূল্যবান মেহেন্দি থেকে শুরু করে আন্তর্জাতিক মানের চিত্রগ্রাহক সমস্তকিছুই পাকাপাকি ব্যবস্থা হয়ে গেছে।

স্থানীয় এতগুলো উচ্চ মানের হোটেল বুক করার পর ‘ওমিক্রন’ যে এই বিয়েতে জল ঢালতে পারে তা নিয়ে উভয় পরিবার বেশ চিন্তিত। শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি এই ওয়েডিং ম্যানেজমেন্ট গ্রুপ আমন্ত্রিত অতিথিদের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ ক্যাটরিনার তরফ থেকে বেশকিছু অতিথি আছেন যারা বিদেশ থেকে আসতে পারেন। শোনা যাচ্ছে এই বিয়েতে করন জোহর ও ফারহা খান সংগীতের কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন। ইতিমধ্যেই ভিকি-ক্যাটরিনা ১০ জনের একটি দল মাধবপুর প্রাসাদে সিক্স সেন্স ফোর্ট এ সরেজমিনে দেখতে পাঠিয়েছেন। ৭-১২ ডিসেম্বর বিয়ের জন্য বুক করা হয়েছে এই রিসর্ট। বেশ কয়েকটি এভেন্ট কম্পানি একত্র হয়ে এই হাইপ্রোফাইল বিয়ে সামলাচ্ছে। এদিকে হাইপ্রোফাইল অতিথিদের মধ্যে কে কে থাকতে পারে তা নিয়ে জল্পনা তুঙ্গে। পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে অতিথি তালিকায় নাকি নাম রয়েছে সলমান খানেরও। জানিয়ে নেটিজেনদের কৌতুহল এখন চরমে উঠেছে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39