Thursday, August 14, 2025
HomeদেশMamata Banerjee: উদ্ধব ঠাকরে হাসপাতালে ভর্তি, মমতার সঙ্গে বৈঠক হচ্ছে না

Mamata Banerjee: উদ্ধব ঠাকরে হাসপাতালে ভর্তি, মমতার সঙ্গে বৈঠক হচ্ছে না

Follow Us :

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুম্বই সফরে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে নির্ধারিত বৈঠক হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই রওনা দেওয়ার আগেই শিবসেনার তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে অসুস্থ। তাই মমতার সঙ্গে বৈঠক করতে পারবেন না। মুখ্যমন্ত্রী খোঁজ নিয়ে জানতে পারেন উদ্ধব হাসপাতালে রয়েছেন। সংক্রমণের আশঙ্কায় চিকিৎসকেরা তাঁর সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছেন না। যদিও এই বৈঠক বাতিল হওয়া নিয়ে টিএমসি সুপ্রিমোকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

রাজ্যের শিল্প সম্মেলনে মুম্বইয়ের শিল্পপতিদের আমন্ত্রণ জানাতেই মূলত (meet with industrialists) মঙ্গলবার মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ বিকেল তিনটে নাগাদ বিশেষ বিমানে কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবেন। দিল্লি সফরেই মাঝেই মমতা জানিয়েছিলেন, তিনি দু’দিনের জন্য মুম্বই যাবেন। সেখানে শরদ পাওয়ার (Sharad Pawar) ও উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সঙ্গে বৈঠক হওয়ার কথাও উল্লেখ করেছিলেন তিনি৷ মমতার সঙ্গে এই বৈঠকের জন্যই শীতকালীন অধিবেশনে যোগ দেননি শরদ পাওয়ার। মমতা ও পাওয়ারের এই বৈঠকের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের৷

২০২৪-এর লোকসভা নির্বাচনকে (2024 general elections) পাখির চোখ করে সর্বভারতীয় স্তরে শক্তি বৃদ্ধিতে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। জাতীয়স্তরে দলের কৌশল ঠিক করা সংগঠন মজবুত করার নীলনকশা তৈরি করতে সোমবার কালীঘাটে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক (Working Committee Meeting) ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন – লক্ষ্য ২০২৪, সর্বভারতীয় স্তরে শক্তি বৃদ্ধিতে আদাজল খেয়ে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলিকে এক করার পথেই হাঁটবে তৃণমূল কংগ্রেস। সেদিক থেকে শিবসেনা ও এনসিপি মহারাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি। ফলে, তাঁদের সঙ্গে আলোচনার দিকে নজর ছিল দেশের রাজনৈতিক মহলের। কিন্তু মুখ্যমন্ত্রী কলকাতা ছাড়ার আগেই শিবসেনা জানাল, এই সফরে দেখা হচ্ছে না উদ্ধবের সঙ্গে।

শিবসেনার এই ঘোষণার পরেই তৃণমূলকে কটাক্ষ বিজেপির। বাংলা বিজেপির অন্যতম পর্যবেক্ষক অমিত মালব্য বলেছেন, ত্রিপুরায় তৃণমূল আশানুরূপ ফল না করার পর এটাই হওয়ার কথা ছিল।

যদিও মুম্বই রওনা দেওয়ার আগে বিজেপির কটাক্ষ উড়িয়ে মমতা বলেন, ‘উদ্ধবের শরীর ভাল না। অস্ত্রোপচার হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন। সংক্রমণের আশঙ্কায় চিকিৎসকেরা দেখা করার অনুমতি দেননি। তবে, উদ্ধবের ছেলে আদিত্য ঠাকরের সঙ্গে কথা হবে।’

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Uttar Pradesh | হিন্দু-ইসলাম নিয়ে ইউপি বিধানসভায় এই বিধায়কের ভাষণে তুলকালাম কাণ্ড, দেখুন এই ভিডিও
00:00
Video thumbnail
Mamata Banerjee | কন্যাশ্রী দিবসে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
Mamata Banerjee | আজ 'ফ্রিডম অ্যাট মিডনাইট' পালন মুখ্যমন্ত্রীর, বাংলার মানুষের জন্য কী বার্তা মমতার?
00:00
Video thumbnail
Kolkata TV | কলকাতা টিভি এবার OTT এবং অ্যান্ড্রয়েড অ্যাপেও
00:17
Video thumbnail
Padatik Express | রানিনগর স্টেশনের কাছে পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, চলছে মেরামতের কাজ
02:47
Video thumbnail
Gaza | ত্রাণের অভাব, গাজাজুড়ে অনাহার, বাড়ছে মৃ/ত্যুমিছিল
08:20
Video thumbnail
Arjun Singh | BJP | পুলিশ পে/টা/নোর নেপথ্যে BJP নেতা অর্জুন সিং?
04:46:01
Video thumbnail
(CJI) BR Gavai | পথকুকুরদের নিয়ে নির্দেশ খতিয়ে দেখব' জানিয়ে দিল প্রধান বিচারপতি
04:27:07
Video thumbnail
Anurag Thakur | ডায়মন্ড হারবারে ৪ বছরে ১৫% ভোটার বৃদ্ধি, মমতা-অভিষেককে কড়া নিশানা অনুরাগ ঠাকুরের
04:28:41
Video thumbnail
Election Commission | Manoj Pant | বিগ ব্রেকিং, কমিশনের তলবে দিল্লি গেলেন মুখ্যসচিব
04:36:31