Sunday, August 3, 2025
Homeখেলাকোপা: আর্থিক জরিমানা ব্রাজিল কোচ তিতের

কোপা: আর্থিক জরিমানা ব্রাজিল কোচ তিতের

Follow Us :

নিজেদের দেশেই চলছে টুর্নামেন্ট। তবুও মাঠ নিয়ে ব্রাজিলের কোচ করা সমালোচনা করছেন!
অবাক করলেও ঘটনাটা সত্যি। কোপা আমেরিকার আয়োজকদের একটির পর একটি সমালোচনার তীর ছুঁড়েই চলছিলেন ব্রাজিল কোচ তিতে। এসব আর পছন্দ হয়নি লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের। এ ধরনের কড়া কথা হজম করতে পারছে না আয়োজন সংস্থা। তাই ভবিষ্যতের এসব করা যাবে না জানিয়ে সতর্ক করে দিল তিতেকে। তাঁকে ৫ হাজার ডলার(ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩.৭২ লাখ টাকা) জরিমানা করলো কনমেবল।

নানান সমালোচনা পর্বে শেষ হুংকারটা তিনি করেছেন কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতার পর। এই ম্যাচটি হয়েছিল রিও ডি জেনেইরোর স্তাদিও নিলতন সান্তোস স্টেডিয়ামে। এখানকার মাঠ নিয়ে তিতে অসন্তোষ প্রকাশ করেন। কড়া সমালোচনা করেন,”লাতিন আমেরিকার বিশ্বকাপ চলছে বলা যায়। দুটো সেরা মানের দলের সেরা খেলোয়াড়রা খেলছে। সেই ম্যাচের জন্য এই ধরনের মাঠ অত্যন্ত নিম্নমানের। দুটি দলের অধিকাংশ ফুটবলাররা ইউরোপে ক্লাব ফুটবলে দারুণ সব মাঠে খেলে। অথচ এখানে এই ধরনের মাঠে খেলতে হচ্ছে!”

এর আগে ১২ জুনও আয়োজকদের এক হাত নিয়েছিলেন ব্রাজিল কোচটি। সংবাদিক সম্মেলনে হঠাৎ বলে দিয়েছিলেন,”এই দেশে কোপা আমেরিকা টুর্নামেন্টটি নিয়ে আসা হয়েছে সেটাই তো বিভ্রান্তিকরভাবে। ”

বার বার টুর্নামেন্ট আয়োজক কনমেবলকে আক্রমণে করে চলায়, বাধ্য হয়েই কড়া পদক্ষেপ করতে হল সংস্থাকে। এর আগে এই ধরনের সমালোচনা করে শাস্তি পেয়েছেন বলিভিয়ার এক খেলোয়াড়ও।

বার বার একই সমালোচকরা ব্রাজিল কোচ করে চলায় কনমেবল আবারও হুঁশিয়ারির বার্তা পাঠিয়েছে। কনমেবলের ডিসিপ্লিনারি কমিটির প্রেসিডেন্ট ইদুয়ার্দো গ্রোস ব্রাউন বলেছেন, “ভবিষ্যতে আবারও একই কাজ করতে থাকলে নতুন শাস্তি পাবেন ব্রাজিল কোচ। ঘটনার গুরুত্বটা বোঝাতে কনমেবল এটাও জানিয়ে দিয়েছে, এই আরোপিত আর্থিক জরিমানার যে শাস্তি দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কোনও আপিল করতে পারবে না ব্রাজিলের জাতীয় ফুটবল সংস্থা।

ছবি:সৌ-টুইটার

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39