Sunday, August 17, 2025
Homeকলকাতাঘূর্ণিঝড় জাওয়াদের ধাক্কায় সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণিঝড় জাওয়াদের ধাক্কায় সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস

Follow Us :

কলকাতা ও দিল্লি: সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (Kolkata and North Bengal) প্রবল ঝড়বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Met Office)। আন্দামান সাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ বলয় ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হতে পারে। তার জেরে শনিবার ও রবিবার রাজ্যে বজ্রবিদ্যুত্‍-সহ ঝড়বৃষ্টি হতে পারে বলেই মনে করছে আবহাওয়া দফতর। আন্দামান সাগরের উপর অবস্থান করা এই নিম্নচাপটি যদি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তা হলে তার নাম হবে জাওয়াদ(Cyclone Jawad)। এই নামটি রেখেছে সৌদি আরব (Saudi Arab)।

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ নিয়ে দিল্লিতে বুধবার জরুরি বৈঠক করে কেন্দ্রীয় সংকট মোকাবিলা কমিটি (NCMC)। বিভিন্ন রাজ্যের প্রশাসনের তরফে ঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে ক্যাবিনেট সচিব রাজীব গৌবার নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মৌসম ভবনের অধিকর্তা জানান, ৩ ডিসেম্বর নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকার নেবে। পরদিন অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করার সময় ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম ও বিজয়নগরমে। জাওয়াদে প্রভাবিত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গও। যার দরুন দক্ষিণবঙ্গেও প্রবল বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপ বলয়টি আগামী ২৪ ঘণ্টার মধ্যে শক্তি সঞ্চয় করে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরতে থাকবে। তার পর সেটি বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য অঞ্চলে পৌঁছে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর পর আরও উত্তর-পশ্চিমে সরে শক্তি সঞ্চয় করে ৪ ডিসেম্বর সকালে ওডিশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে এগিয়ে যাবে। যার জেরে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন: Kettlebell: কলকাতার মেয়ে-বৌ-মা শিবানী দেশের হয়ে জোড়া সোনা জিতে আনলেন

৪ ডিসেম্বর দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও হাওড়ায় বজ্রবিদ্যুত্‍-সহ ভারী বৃষ্টি হতে পারে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। ৫ ডিসেম্বর উল্লিখিত জেলাগুলির সঙ্গেই কলকাতায় বজ্রবিদ্যুত্‍-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। এ ছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও উত্তরবঙ্গের মালদহে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রেও বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার হতে পারে।

ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় উপকূল অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মত্‍‌স্যজীবীদেরও গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনিবার সকাল থেকেই ৪৫-৬৫ কিলোমিটার বেগে হাওয়া বইবে। সন্ধ্যার পর তা বেড়ে ঘণ্টায় ৮০ কিলোমিটার হতে পারে। যে সব মত্‍স্যজীবীরা সমুদ্রে গিয়েছেন, তাঁদের বৃহস্পতিবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

আরও পড়ুন: তিস্তা বিশ্বাসের মৃত্যু নিয়ে বিস্ফোরক পোস্ট রূপা গাঙ্গুলি’র, বিজেপিতে বিদ্রোহের আঁচ

জাওয়াদের প্রভাবে যে রাজ্যগুলিতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি, সেখানে ইতিমধ্যে ৩২টি দল পাঠিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রয়োজনে আরও দল পাঠাতে হতে। নৌবাহিনীকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36
Video thumbnail
Dugra Puja | সমাজসেবী সংঘের দুর্গাপুজোর ৮০ তম বর্ষ, পুজোর থিম 'পথের পাঁচালি ১৯৪৬'
03:23