Sunday, August 3, 2025
Homeদেশপ্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সন্তানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাবার, নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সন্তানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাবার, নির্দেশ সুপ্রিম কোর্টের

Follow Us :

নয়া দিল্লি: স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ থাকলেও প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সন্তানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাবার, বুধবার এমনই নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত।

স্বামী এবং স্ত্রীর মধ্যে প্রায়শয় বিবাদ হয়। যে বিবাদ অনেক সময়ে বিবাহ বিচ্ছেদের পর্যায় পৌঁছয়। যার কারণে সন্তানের জীবনে প্রভাব পড়ে। কাজেই শিশুদের বিকাশে যাতে প্রভাব না পড়ে তাই আদালতের এই সিদ্ধান্ত।  এই ধরণের এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হলেও সন্তান প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাবার। বিচারপতি এম. আর. শাহ এবং বিচারপতি এ. এস. বোপান্না বুধবার এই রায় দিয়েছেন। 

মামলা অনুযায়ী, এক দম্পতি ১৬ নভেম্বর, ২০০৫ সালে বিয়ে করেছিলেন। এরপর সম্পর্কের অবনতি হওয়ার কারণে মে ২০১১ সাল থেকে তাঁরা আলাদা থাকছেন। এরপর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। বিয়ের সময় ওই ব্যক্তি সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত ছিলেন। সেই অনুযায়ী, ১৬ নভেম্বর, ২০১২ সালে আদালত ওই ব্যক্তিকে নির্দেশ দেয় তাঁদের সন্তানের জন্য প্রতিমাসে ৫০ হাজার টাকা করে দিতে।

ডিসেম্বর ২০১৯ থেকে, শিশুটির বাবা সন্তানের দায়িত্ব নেওয়া বন্ধ করে দেন। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন তাঁর স্ত্রী। শীর্ষ আদালত দুজনের বিবাহবিচ্ছেদের কাগজপত্র পরীক্ষা করে। এছাড়াও ছেলেটির মায়ের কোনও আয়ের উৎস নেই। তাছাড়া সে নিজের বাবার বাড়িতে থাকে। তাই সন্তানের লালন-পালন ও শিক্ষার দায়িত্ব ওই বাচ্চাটির বাবাকে নিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন- Farm Law Repeal: বিলে সই রাষ্ট্রপতির, খারিজ কৃষি আইন

এছাড়াও, ডিসেম্বর ২০১৯ থেকে নভেম্বর ২০২১ পর্যন্ত না দেওয়া বকেয়া টাকা ওই ব্যক্তিকে আগামী আট সপ্তাহের মধ্যে তাঁর স্ত্রীকে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই দম্পতির ছেলের বয়স বর্তমানে ১৩ বছর। আদালত জানিয়েছে, ‘স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ একদিকে, তবে, সন্তান প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের যত্ন নেওয়া বাবার কর্তব্য।

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39