Friday, August 8, 2025
HomeদেশBipin Rawat: বিপিন রাওয়াতের চিকিৎসায় ৬ জনের মেডিক্যাল টিম

Bipin Rawat: বিপিন রাওয়াতের চিকিৎসায় ৬ জনের মেডিক্যাল টিম

Follow Us :

উটি: ভারতীয় সেনার সর্বাধিনায়ক, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের (CDS General Bipin Rawat) চিকিৎসায় ৬ বিশেষজ্ঞ চিকিৎসরকের একটি টিম গঠন করা হয়েছে। বুধবার বেলা পৌনে ১টা নাগাদ কুন্নুরে (Coonoor) সেনা চপার ভেঙে পড়লে (helicopter crash)  গুরুতর জখম হন সিডিএস বিপিন রাওয়াত। এমআই ১৭ ভি ফাইভ সিরিজের (Mi-series chopper) চপারটিতে আগুন ধরে যায়। আশঙ্কাজনক অবস্থায় সেনার সর্বাধিনায়ককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই বিশেষজ্ঞ মেডিক্যাল টিম গঠন করা হয়। দুর্ঘটনাস্থলেই নিহত হন সিডিএসের স্ত্রী মধুলিকা রাওয়াত।

কুন্নুরের চপার দুর্ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সিডিএস ছাড়াও আশঙ্কাজনক অবস্থায় আরও তিন সেনা আধিকারিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেনা হেলিকপ্টার দুর্ঘটনার খবর শুনে কুন্নুরের উদ্দেশে রওনা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

 

আরও পড়ুন – চপার দুর্ঘটনায় বিপিন রাওয়াতের স্ত্রী নিহত, আশঙ্কাজনক সেনার সর্বাধিনায়ক

বিরূপ আবহাওয়া নাকি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। বায়ুসেনার তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ পর্যন্ত জানা যাচ্ছে, চপারটিতে ১৪ ছিলেন। এর মধ্যে ৯ জনের একটি তালিকা সরকারি ভাবে পাওয়া গিয়েছে। তালিকার প্রথম নামটিই সিডিএস বিপিন রাওয়াতের।

কপ্টারে থাকা ৯ জনের নামের তালিকা

সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়াত ছাড়াও সেনা কপ্টারে ছিলেন ব্রিগেডিয়ার এলএস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক জিতেন্দ্র কুমার, নায়েক বি সাই তেজা, নায়েক গুরুসেবক সিংহ ও ল্যান্সনায়েক বিবেক কুমার। সিডিএস-সহ হাসপাতালে এপর্যন্ত ৮ জন সেনা কর্তাকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৫ জনের অবস্থাই আশঙ্কাজনক। তিন জনের শরীরের ৮৫ ভাগ পুড়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, ঘটনাস্থল থেকে ১১ টি দেহ উদ্ধার হয়েছে। যদিও সরকারি ভাবে এখনও কিছু বলা হয়নি। মন্ত্রীসভায় জরুরি বৈঠক ডেকেছেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, ঘটনাস্থল কুন্নুরে যাচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন।

RELATED ARTICLES

Most Popular