Sunday, August 17, 2025
HomeদেশGoa: আজ প্রিয়াঙ্কা, সোমে মমতা, তপ্ত গোয়ার রাজনীতি

Goa: আজ প্রিয়াঙ্কা, সোমে মমতা, তপ্ত গোয়ার রাজনীতি

Follow Us :

পানাজি : নজরে গোয়া (Goa)। যতই বিধানসভা ভোটের সময় এগিয়ে আসছে ততই পারদ চড়ছে গোয়ার । আগামী সোমবার গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। তার আগেই আজ পা রাখলেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi) । বঙ্গে বিধানসভা ভোটের পর থেকেই কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দূরত্ব বেড়েছে । গোয়ার একাধিক কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিয়েছেন । নেতা-বিধায়ক কেনাবেচার এই বাজারে প্রিয়াঙ্কার গোয়া সফর ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা । বিশেষ করে আর দিন দুয়েকের মধ্যেই যে রাজ্যে পা রাখতে চলেছেন মমতা-অভিষেক । তার পরই গোয়া যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ।

বাংলার বাইরে দলের বিস্তার ঘটনোর কাজ শুরু করেছেন অভিষেকের নেতৃত্বাধীন তৃণমূল । ইতিমধ্যেই দলে যোগ দিয়েছেন লিয়েন্ডার পেজের মতো তারকা । যোগ দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো । প্রচারে গতি বাড়াতে এবং দলের বিস্তারের গতি আনতে দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ মহুয়া মৈত্রকে । দুই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং লুইজিনহো ফেলেইরোর উপস্থিতিতে জোটের ঘোষণা করেছেন মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এমজিপি)-র সভাপতি দীপক ধবলীকর ।

২০১৭ সালে গোয়ার স্কোরবোর্ড বলছে, কংগ্রেস ১৭, বিজেপি ১৩, বাকিরা ১০। ভোটের ধরন দেখে স্পষ্ট, মানুষ বিজেপি-বিরোধী ভোট দিয়েছিলেন। কিন্তু কংগ্রেস থেকে ঝাড়ে-বংশে ১০ জন বিধায়ক দু’বছরের মধ্যেই বিজেপিতে ! গোয়াবাসী মনে করছেন, তাঁদের ঠকানো হয়েছে। পাশাপাশি ২৮ শতাংশ ক্যাথলিক বিশিষ্ট গোয়ার চার্চও বিষয়টিতে ক্ষুব্ধ বলেই জানা গিয়েছে । কিন্তু তাতে কিছু এসে যাচ্ছে না গণতান্ত্রিক প্রক্রিয়ায় জিতে আসা মাননীয় বিধায়কদের । অনেক টাকা পেয়েছেন বলেই না তাঁরা চব্বিশ মাসের মধ্যেই সরাসরি শত্রু (রাজনৈতিক) শিবিরে । দাবি করছেন বিজেপি নেতারা ।

আরও পড়ুন: পঞ্জাবে বিকল্প জোটের ঘোষণা, ভুয়ো খবর বলল তৃণমূল

এই পরিস্থিতিতে গোয়ায় গিয়েছেন প্রিয়াঙ্কা । দিন কয়েকের মধ্যে যাচ্ছেন মমতাও । ফেনি, ফিশ কারি আর ফুটবলে ডুবে থাকা গোয়ার মন কোন দিকে এখন সেটাই দেখার ।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36
Video thumbnail
Dugra Puja | সমাজসেবী সংঘের দুর্গাপুজোর ৮০ তম বর্ষ, পুজোর থিম 'পথের পাঁচালি ১৯৪৬'
03:23