Saturday, August 16, 2025
HomeCurrent NewsKashi Vishwanath Corridor: ঔরঙ্গজেব কাশী এলে শিবাজী রুখে দাঁড়াতেন, দাবি প্রধানমন্ত্রী মোদির

Kashi Vishwanath Corridor: ঔরঙ্গজেব কাশী এলে শিবাজী রুখে দাঁড়াতেন, দাবি প্রধানমন্ত্রী মোদির

Follow Us :

বারাণসী: সোমবার কাশী বিশ্বনাথ মন্দিরের করিডর (Kashi Vishwanath Corridor) উদ্বোধনে মুঘল সম্রাট ঔরঙ্গজেব এবং মারাঠা রাজা শিবাজী (Shiv Sena) মহারাজের প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ তিনি বলেন, ‘কাশী অনেক উত্থানপতনের সাক্ষী থেকেছে। অনেক সুলতান এসেছে, চলে গিয়েছে। কিন্তু কাশী রয়েছে। ঔরঙ্গজেবের অত্যাচার ইতিহাস জানে। কিন্তু তাঁর পাল্টা শিবাজিও ছিলেন। ঔরঙ্গজেব কাশী এলে শিবাজী রুখে দাঁড়াতেন৷’

এ দিন কালভৈরব মন্দিরে পুজো দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে গঙ্গায় নৌবিহার করেন মোদি৷ ঘাট থেকে নেমে কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধনের আগে গঙ্গাস্নান সারেন তিনি৷ তারপরই করিডোর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘কাশীতে এক জনেরই সরকার রয়েছে। যাঁর হাতে ডমরু রয়েছে। তিনি চেয়েছেন বলেই এই কাজ সম্ভব হয়েছে।’

করোনাকালে করিডোরের কাজ করার প্রসঙ্গ তুলে মোদির দাবি, অসম্ভব বলে কিছু নেই৷ ইচ্ছে থাকলে সবকিছুই সম্ভব। তিনি বলেন, ‘আজকের ভারত বিশ্বকে পথ দেখাচ্ছে৷’ নতুন করিডোরের মাধ্যমে ভক্তরা কতটা সুবিধা পাবেন সে প্রসঙ্গও তুলে ধরেন মোদি৷ প্রধানমন্ত্রী বলেন, ‘সোমবার থেকেই জনসাধারণের জন্য করিডর খুলে যাবে৷ প্রবীণ ভক্তদের সুবিধার্থে চলন্ত সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে৷

অন্য দিকে, ৩৩৯ কোটি টাকা ব্যয়ে কাশী বিশ্বনাথ মন্দির করিডর নির্মাণের জন্য প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানান উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘মোদিজি ভারতের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরছেন৷ সেই কাজের অঙ্গ কাশী বিশ্বনাথ ধাম হোক বা অযোধ্যার রামমন্দির৷’ এরপরেই মহাত্মা গান্ধীকে কটাক্ষ করেন তিনি৷ যোগী বলেন, ‘গান্ধী একশো বছরে বারাণসীতে এসে দুঃখ করেছিলেন। নোংরা, ঘিঞ্জির মধ্যে মানুষকে থাকতে দেখে দুঃখ পেয়েছিলেন। মহাত্মার সেই দুঃখ দূর করেছেন প্রধানমন্ত্রী মোদি।’

আরও পড়ুন- কলকাতার ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি খারিজ সুপ্রিম কোর্টের

উল্লেখ্য, কাশী বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গার পাড় পর্যন্ত পাঁচ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে করিডর নির্মাণ করা হয়েছে। ২০১৯ সালে এই প্রকল্পের কাজ শুরু হয়৷ তারপর আজ সোমবার সেই করিডরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ প্রকল্পের শিলান্যাসও তিনি করেছিলেন৷ এ দিনের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বিজেপি-শাসিত ১২ রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন৷ এ ছাড়াও, ছাড়াও প্রায় ৩০০০ মধ্যে জ্যোতিষী, শিল্পী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি করিডোরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। ভোটের ঠিক আগে এই করিডরের উদ্বোধন বিজেপির ভোটব্যাঙ্ককে আরও মজবুত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। চলতি সপ্তাহে এই নিয়ে উত্তরপ্রদেশে তৃতীয় প্রকল্পের উদ্বোধন করলেন মোদি। এর আগে যোগী আদিত্যনাথের কেন্দ্র গোরক্ষপুরে ৯৬০০ কোটি এবং তার পর সরযূ খাল উদ্বোধন করেন নমো।

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Russia-America | আমেরিকার সঙ্গে ২০% ব্যবসা বেড়েছে রাশিয়ার, পুতিনের মন্তব্যে কা/ঠগড়ায় ট্রাম্প
05:09
Video thumbnail
Congress | দেশ ভাগের জন্য করা দায়ী? NCERT-র সর্বশেষ মডিউল নিয়ে বি/ত/র্ক গোটা দেশে
03:18
Video thumbnail
India-Russia | Trump | পুতিনে জ/ব্দ ট্রাম্প, সিদ্ধান্ত হীনতায় থমথমে মুখ ট্রাম্পের, আর কী হল?
04:55
Video thumbnail
India-Russia | Trump | বৈঠকে ট্রাম্পকে মাত পুতিনের, রাশিয়ায় অনড় দিল্লি, দেবে ডিভিডেন্ড?
10:40
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | মোদির 'ভিশন ডেমোগ্রাফি'
49:20
Video thumbnail
Tarak Bhola Mandir | ৮৩ তম জন্মাষ্টমী তারকভোলা মন্দিরে, বরাহনগরের তারকভোলা মন্দিরে উৎসবের মেজাজ
01:07
Video thumbnail
India-Russia | ভারতকে প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস রাশিয়ার, ভারতের স্বাধীনতা দিবসে বার্তা পুতিনের
08:56
Video thumbnail
Australia | অস্ট্রেলিয়ায় স্বাধীনতা দিবস পালনে বাধা খ/লি/স্তান প/ন্থীদের, দেখুন কী অবস্থা
06:01
Video thumbnail
India-China|মোদির সফরের আগেই ভারতে আসছেন চীনের বিদেশমন্ত্রী, বদলাচ্ছে প্রেক্ষাপট, বিরাট চাপে আমেরিকা
04:28
Video thumbnail
Trump-Putin | Modi | ট্রাম্প-পুতিনের শীর্ষ বৈঠককে স্বাগত জানাল ভারত, কীসের ইঙ্গিত?
05:19