নিজেদের ফিটনেস নিয়ে বলিউড হিরোইনরা যে সর্বদাই সজাগ সে কথা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে দীপিকা পাড়ুকোনের মতন বলিউড অভিনেত্রী যিনি অন্যান্য হিরোইনদের মতনই শরীর চর্চার মধ্যে দিয়ে নিজেকে ফিট’ রেখেছেন। তার ভক্তদের অনেকেরই ধারণা তিনি খুব হিসেব করে খাওয়া-দাওয়া করেন । কিন্তু তার নিজের মুখেই খাওয়া-দাওয়া নিয়ে একটু অন্য রকমের কথা আমরা শুনতে পাই। যেমন তিনি গোলগাপ্পা অর্থাৎ ফুচকা খেতে নাকি ভালোবাসেন। নিজের মুখেই শুনিয়েছেন কলকাতায় প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির স্টুডিওর উল্টোদিকে রাস্তায় দাঁড়িয়ে তিনি নাকি ফুচকা খেয়েছেন। সেই ফুচকার স্বাদ তিনি বেশ কয়েক বছর মনেও রেখেছেন। এছাড়াও কলকাতায় সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ ছবি শুটিংয়ের সময় তার খাবার বহরের কথা পরিচালকের মুখে শোনা গেছে। এই মুহূর্তে দীপিকা হায়দ্রাবাদে ‘বাহুবলী’ প্রভাস এর সঙ্গে জুটি বেঁধে ‘প্রজেক্ট কে’ ছবির শুটিং এর প্রথম সিডিউল শেষ করলেন। সেই ছবির সেটে তোলা টেবিলে সাজানো রকমারি খাবারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বলিউড নায়িকা।
সেইসব মাস্টারদার রকমারি খাবারের ছবি দেখে তার ভক্তরা বলেছেন দীপিকা যেমন ফিটনেস তিনি কি এইসব মসলাদার খাবার একাই খেয়ে নিলেন!! দীপিকা অবশ্য ১৪ রকমের পদ শেয়ার করে পোষ্টে লিখেছেন, তিনি একা নন তার সঙ্গে প্রভাষক কব্জি ডুবিয়ে খেয়েছে। ছবির প্রথম সিডিউল শেষ উপলক্ষেই এই খাওয়ার আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষেই গোটা টিম নিয়ে খাবার উৎসবে মেতেছিলেন দীপিকা- প্রভাস। খাবারের এত আয়োজন দেখে নিজেকে অভুক্ত রাখতে পারেননি ছবির পরিচালক নাগ অশ্বিন।নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন এটা কি ‘প্রজেক্ট কে’এর শুটিং না ‘দীপিকার খাবার প্রজেক্ট’? বিগ বাজেটের এই ছবির অভিনেতাদের তালিকা দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতুহল জাগিয়ে তুলেছে। একাধিক ভাষায় মুক্তি পাবে দক্ষিণী এই ছবি ‘প্রজেক্ট কে’।এই ছবিতে দেখা যাবে বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনকেও।
পর্দায় রোমান্স করবেন ‘বাহুবলি’ প্রভাস এর সাথে দীপিকা। হায়দ্রাবাদ থেকে ফেরার পথেও বিমান সফরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ‘মস্তানি’ নায়িকা। হায়দ্রাবাদকে ধন্যবাদ জানাতে ভোলেন নি বলিউড হিরোইন। এই ছবির শুটিংয়ের শুরুতে পরিচালক নাগ অশ্বিন একটি বিশেষ নোটে লিখেছিলেন, দক্ষিণ ভারতের কন্যা যিনি কিনা গোটা বিশ্বের হৃদয় রজ করছেন। ভূ-ভারতের রাজকন্যা, স্বভূমিতে তোমাকে স্বাগত দীপিকা। এই ছবির সুবাদেই প্রথমবার নাগ অশ্বিন কাজ করছেন দীপিকার সাথে। পরিচালকের কথায় মেইনস্ট্রিম অভিনেত্রীদের মধ্যে কেউ এর আগে এই ধরনের চরিত্রে অভিনয় করেননি। কাজেই সমস্ত দর্শকদের জন্য থাকছে একটা চমক। এছাড়াও এই ছবির বিশেষ আকর্ষণ দীপিকা প্রভাস জুটি। তাছাড়াও থাকছেন বিগ-বি।