Sunday, August 17, 2025
HomeCurrent NewsINDvsSA: জো'বার্গে কোহলিহীন ভারতের মাত্র ২০২ , ভরসা সেই বোলাররা

INDvsSA: জো’বার্গে কোহলিহীন ভারতের মাত্র ২০২ , ভরসা সেই বোলাররা

Follow Us :

ভারত: ২০২/১০
দক্ষিণ আফ্রিকা: ৩৫/১

দিন শুরু হতেই দলের নেতা টের পেলেন এই ম্যাচ খেলতে পারছেন না। বিরাট কোহলি খেলছেন না ভারত – দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে। নুতন ক্যাপ্টেন হয়ে কে এল রাহুল টস জিতে আগে ব্যাট করতে নামলেন দলবল নিয়ে। কোহলি না খেলায় হনুমা বিহারী মিডল অর্ডারে জায়গা পেলেন। তারপর প্রথম দিনের তিনটি সেশনেই শেষ টিম ইন্ডিয়া। লোয়ার মিডল অর্ডার ব্যাটিংয়ে লড়াই করে ২০০ রানের গন্ডি টপকালো কোনমতে। আর বিপক্ষের এক ব্যাটসম্যানকে ৩৫ রানের মধ্যে ফিরিয়ে দিয়ে প্রথমদিন হোটেলে ফিরলো রাহুল দ্রাবিড়ের ছেলেরা।

জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনেই ভারত মাত্র ৬৩.১ ওভার ব্যাট করতে পেরেছে। ওভার পিছু ৩ রানের দৌড় সামিল হয়ে ভারত অল আউট হয়েছে ২০২ রানে। ভারতের ১০ উইকেটই ভাগ করে নিয়েছেন বিপক্ষের তিন পেসার– কাগিসো রাবাদা, ডুয়ান্নি ওলিভার ও মারকো জনসেন। একটা সময় তো মারকো জনসেন ৩১ রানে ৪ উইকেট নিয়ে ভারতীয় শিবিরে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন। ম্যাচের প্রথমদিনই শেষ বেলায় নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে শুরু করেছে সিরিজে পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা।

টসে জিতে প্ৰথমে ব্যাট করতে নেমে ভারত মাত্র ২০২ রানে অলআউট হয়েছে। তারপর দক্ষিণ আফ্রিকা দিনের শেষে তুললো এক উইকেটে ৩৫ রান। এখনও পিছিয়ে প্রোটিয়ারা ১৬৭ রানে পিছিয়ে ভারতের চেয়ে।

প্রোটিয়াদের ইনিংসের শুরুতে ভারতীয় পেসার শামি ফিরিয়েও দিয়েছিলেন ওপেনার আইডেন মারক্রামকে। মাত্র ৭ রানে প্রোটিয়া ওপেনারকে এলবি ডব্লু -র ফাঁদে ফেলেন শামি। তারপরে অবস্থা সামাল দিয়ে এগুচ্ছেন ওপেনার ডিন এলগার এবং কিগান পিটারসেন।

সেঞ্চুরিয়নের প্রথম টেস্টে ২০০ উইকেটপ্রাপ্তি পূর্ণ করে নিয়েছিলেন শামি। সেঞ্চুরিয়নে দুই ইনিংস মিলিয়ে ভারতীয় তারকা এই পেসারটি মোট ৮টি উইকেট নিয়েছিলেন। সেই ফর্মই তিনি ধরে রেখেছেন ওয়ান্ডার্সেও। শামির নিখুঁত লাইন-লেংথের বলের কোনও হদিসই পাননি না মারক্রাম।

আম্পায়ার আউট দেওয়ার পরে মারক্রাম রিভিউ নেওয়ার জন্য অন্য প্রান্তে থাকা অধিনায়ক এলগারের পরামর্শ নেন । হয়তো এলগার জানিয়ে দিয়েছিলেন, এটা স্পষ্ট আউট। ততক্ষণে টিভি কমেন্ট্রি বক্সে সুনীল গাভাসকার বলে যান, মারক্রামের মত যাঁরা অফস্ট্যাম্প গার্ড নেন, তাঁরা স্ট্রেট বলের লাইন মিস করলে লেগবিফোর আউট হওয়া নিশ্চিত।

ভারতের হয়ে এই টেস্টে খেলছেন যাঁরা:

কেএল রাহুল, ময়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি

ছবি:সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36
Video thumbnail
Dugra Puja | সমাজসেবী সংঘের দুর্গাপুজোর ৮০ তম বর্ষ, পুজোর থিম 'পথের পাঁচালি ১৯৪৬'
03:23