ভারতীয় বোর্ড সভাপতি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দু’দিন সম্পূর্ণ চিকিৎসা নিয়ে বীরেন রায় রোডের বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। এবার করোনা আক্রান্ত হয়ে পড়লেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। ২ জানুয়ারি ইডেনে সিএবি সভাপতি আর সচিব একাদশের মধ্যে একটি প্রীতি ম্যাচ হয়। অভিষেকও খেলেন সেই ম্যাচ। রাত থেকে শরীরে অস্বস্তি শুরু হয়। প্রবল জ্বর, গায়ে হাতে পায়ে যন্ত্রনা হতে থাকে। চিকিৎসকের পরামর্শ নিয়ে করোনা পরীক্ষা করে নেন ৩ তারিখ। নিজের শরীরে করোনা রোগের লক্ষণ থাকায় বাকি সকলকে সচেতন করতে নিজের ফেসবুক স্ট্যাটাস আপডেট করেন। তাঁর আশেপাশে থাকা সকলকে অবিলম্বে পরীক্ষা করার আবেদন জানিয়েছিলেন।
সকলের কথা মাথায় রেখে মঙ্গলবার সকালেই কলকাতার এক নামী মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়ে যান অভিষেক। দু-দিন ধরে বেশিমাত্রায় জ্বর চলছে তাঁর। হোয়াসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ হলে, তিনি জানান-দুর্বলতা রয়েছে। বাড়ির সকলকে নিয়ে চিন্তায় আছেন। স্ত্রী আছেন।আলিপুর রোডের বাড়িতে থাকা সকলকর পরীক্ষা করতে নির্দেশ দিয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি হয়ে যেতেই গোটা বাড়িতে স্যানিটাইজ করানো হয়।
মঙ্গলবার (৪ ডিসেম্বর)সন্ধ্যায় সিএবি-তে জরুরীভিত্তিতে একটি অ্যাপেক্স কাউন্সিলের মিটিং ডেকেছিলেন সিএবি সভাপতি। সেটি কিন্তু বাতিল করতে দিলেন না সভাপতি। ভ্যার্চুয়াল টেকনোলজিতে তিনি হাসপাতালের বেড থেকেই মিটিংয়ে অংশ নেওয়ার কথা ভেবে রেখেছেন। সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় হোম আইসোলেশনে রয়েছেন। তিনিও ভ্যার্চুয়াল কন্ফারেন্সে যোগ দেবেন। কারণ, তিনিও সিএবি আসছেন না সোমবার থেকে। সিএবি কর্তারা আপাতত ক্নাব লিগ বন্ধ রেখেছেন। আরও কতোদিন তা বন্ধ রাখা যাবে, ১৮ বছরের কম বয়সী ক্রিকেটারদের কিভাবে টিকাকরণ হবে –তা নিয়ে সিদ্ধান্ত নেগোয়া হতে পারে।
ছবি: সৌ- সিএবি।