ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েও সংক্রমনের হাত থেকে শেষ রক্ষা হল না। শেষ পর্যন্ত আপনিও কোভিড পজিটিভ(covid positive)। তবে আতঙ্কিত হবেন না। বরং মাথা ঠান্ডা রাখুন। হোম আইশোলেশনে (home isolation) থাকাকালিন এই বিষয় গুলো মেনে চলুন।
- রিপোর্ট পজিটিভ এলে কিংবা কোভিডের কোনও উপসর্গ(covid symptoms) দেখা দিলে অবিলম্বে বাড়ির অন্যদের থেকে নিজেকে আলাদা করে নিন। উপসর্গ না থাকলেও বাড়ির বাইরে বেরোবেন না, বাড়িতে থাকুন।
- হ্যান্ড গ্লাভস বা হ্যান্ড স্যানিটাইজার (hand sanitiser) অবশ্যই ব্যবহার করুন।
- পরিবারের সকলে যেন মাস্ক(masks) ব্যবহার করে, সেটা নিশ্চিন্ত করুন।
- ঘরের ভিতরের যাতে তাজা বাতাস ঢোকে(cross ventilation) সেদিকে নজর রাখুন।
- জ্বর আছে কিনা নিয়মিত মাপতে হবে। প্রত্যেক ৬ ঘন্টায় শরীরের তাপমাত্রা দেখে নিন(regular temperature check)।
- শরীরের অক্সিজেনের মাত্রা(oxygen level) ঠিক আছে কিনা সেদিকে নজর রাখুন। প্রত্যেক ৬ঘন্টায় অক্সিমিটারে (oximeter)অক্সিজেন লেভেল চেক করে নিন।
হাসপাতালে ভর্তি(hospitalization) হবেন কখন?
- এক ঘন্টায় তিন বার অক্সিমিটারের রিডিং নেওয়ার পর যদি অক্সিজেনের স্যাচুরেশন লেভেল(oxygen saturation level) ৯৩ শতাংশ বা তার নীচে যায় তাহলে অবিলম্বে চিকিত্সকের পরামর্শ নিন।
- শ্বাসকষ্ট(difficulty in breathing) হলে বা ঝিমঝিম(dizziness) ভাব থাকলে হালকায় নেবেন না চিকিত্সকের সঙ্গে কথা বলুন।
- টানা তিন দিনের বেশি জ্বর(fever for 3 days) থাকলে চিকিত্সকের সঙ্গে কথা বলুন। প্রয়োজনে তার পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হোন।
কোভিড পজিটিভ হলে এই কাজগুলো ভুলেও করবেন না
- উপসর্গহীন হলে বাড়ির বাইরে বেরোবেন না।
- আপনার পরিবারের কোনও সদস্য কোভিড পজিটিভ হলে আপনিও বাড়িপ বাইরে বেরোবেন না।
- বাড়িতে রেমডেসিভির(remdesivir) ব্যবহার করবেন না
- বাড়িতে বিউডসিনাইড নেবুলাইজার (budesonide nebuliser) ব্যবহার করবেন না
- চিকিত্সকের পরামর্শ ছাড়া বাড়িতে অক্সিজেন সিলেন্ডার ব্যবহার করবেন না।
- কোভিড পজিটিভ হলে চিকিত্সকের পরামর্শ ছাড়া সিটি স্ক্যান করাবেন না।