Friday, August 8, 2025
Homeবিনোদনআসছে চলচ্চিত্রের বাইবেল

আসছে চলচ্চিত্রের বাইবেল

Follow Us :

বাঙালি তথা আপামর ভারতবাসীর গর্বের চিত্র- পরিচালক অস্কারজয়ী সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী ছিল ২০২১ সাল। এই উপলক্ষে গতবছর নানান অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও মহামারীর কারণে বেশির ভাগই স্থগিত রাখতে হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঘরে বাইরে’ কাহিনী চিত্রনাট্য নিজের হাতে লিখেছিলেন সত্যজিৎ বাবু। সেই ক্লাসিক মাস্টারপিসের চিত্রনাট্য এবার প্রকাশিত হবার মুখে। এই প্রথমবার আম জনতার হাতে আসতে চলেছে এই কালজয়ী চিত্রনাট্যের প্রতিলিপি। এই ছবির প্রতিটি মুহূর্তের সংলাপ,শট ডিভিশন যেকোনো চলচ্চিত্রপ্রেমী মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয়। ১৯৮৫ সালের এই ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত। জানা যাচ্ছে অরিজিনাল যে কপিটি সত্যজিৎ বাবু নিজে হাতে লিখেছিলেন সেটি নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। পরিবারের কাছেই সংরক্ষিত ছিল এই চিত্রনাট্যের পাতা-গুচ্ছ। সেটি বাঁধাইয়ের কাজ চলছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের(WBFJA)র পক্ষ থেকে এই চিত্রনাট্যর প্রতিলিপি প্রকাশিত হবে। আগামী ১৬ জানুয়ারি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এটি প্রকাশ করার কথা থাকলেও করোনা মহামারি বৃদ্ধির কারণে সম্পূর্ণ অনুষ্ঠানটি বাতিল করে দেওয়া হয়েছে। পরিস্থিতি একটু অনুকূল হলে উপযুক্ত সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রকাশ্যে আনা হবে এই চিত্রনাট্য।

RELATED ARTICLES

Most Popular