নয়াদিল্লি: দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ (Covid-19)৷ দৈনিক সংক্রমণ ইতিমধ্যেই দেড় লক্ষ ছাড়িয়েছে। একই সঙ্গে চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এই পরিস্থিতিতে দেশের কোভিড চিত্র পর্যালোচনার ভার্চুয়াল বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বিকেল সাড়ে ৪টে নাগাদ বৈঠক শুরু হয়। কী ভাবে কোভিডের বাড়বাড়ন্তের মোকাবিলা সম্ভব, বৈঠকে তা নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, জেলাস্তরে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের দিকে জোর দিতে হবে। রাজ্যের সঙ্গে সমন্বয় রক্ষার কাজ করতে হবে আধিকারিকদের। শিশুদের ভ্যাকসিনের গতি বাড়ানোর নির্দেশও দেন মোদি। পিএমও সূত্রে খবর, উচ্চ সংক্রামক এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে যে সমস্ত রাজ্যে সংক্রমণের হার বেশি তাদের প্রয়োজনীয় প্রযুক্তিগত সাহায্যেরও নির্দেশ দিয়েছেন। শীঘ্রই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের বসতে চলেছেন নমো।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, বিভিন্ন মন্ত্রকের সচিব এবং রেল বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এর আগে গত বছর ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী কোভিড নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন৷ সেখানে তিনি জোর দিয়েছিলেন সতর্ক এবং সাবধান হাওয়ার উপর৷ বলেছিলেন, ‘নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মধ্যে আমাদের প্রত্যেককে সতর্ক এবং সাবধান হতে হবে৷ অতিমারির বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি৷ তাই কোভিড প্রোটোকল কঠোরভাবে মানতে হবে৷’
আরও পড়ুন: Omicron: শিশুদের জন্য ডেল্টার থেকেও ‘মারণ ক্ষমতা’ বেশি ওমিক্রনের, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
PM Modi said that a meeting with CMs be convened to discuss state-specific scenarios, best-practices, and the public health response. He highlighted the need to ensure continuity of non-Covid health services while managing Covid cases presently: PMO pic.twitter.com/eb1X4RNVEZ
— ANI (@ANI) January 9, 2022
এদিকে দেশে সংক্রমণের এমন ঊর্ধ্বগতি দেখে স্বাস্থ্য বিশেষজ্ঞরা নিশ্চিত, এই তৃতীয় ঢেউয়ের মূলে করোনার অতি সংক্রামক প্রজাতি ওমিক্রনই৷ যদিও দেশের ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা মাত্র ৩৬২৩৷ এর কারণ, সব কোভিড পজিটিভ ব্যক্তিদের জিনোম সিকোয়েন্সিং হচ্ছে না৷ কোভিড সুনামিতে জিন পরীক্ষা করাতে হিমশিম খাচ্ছে সব রাজ্য৷ তাছাড়া উপসর্গের ধরন দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, আক্রান্তের সিংহভাগ ওমিক্রন ধরে চলাই ভালো৷
WATCH: Prime Minister @narendramodi chairing a virtual meeting to review the COVID19 situation in the country. pic.twitter.com/TGqit7F0nR
— Prasar Bharati News Services & Digital Platform (@PBNS_India) January 9, 2022