কলকাতা টিভি ওয়েব ডেস্ক: দেশের করোনা (coronavirus) পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মঙ্গলবার বিকেল ৪টের সময় এই বৈঠকে আয়োজন করা হয়েছে। ভার্চুয়াল এই বৈঠকের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশের বিভিন্ন রাজ্যে রোজই বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধি নিষেধ আরোপ করেছে। তবুও ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৬৩ জন জন। যার মধ্যে ওমিক্রনে আক্রান্ত ৪ হাজার ৪৬১ জন।এর মধ্যে সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে পাঁচ রাজ্য। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও।
আরও পড়ুন- Narendra Modi: বুধবার বিবেকানন্দের জন্মদিনে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি
আর এভাবে দৈনিক সংক্রমণ বৃদ্ধির কারণে স্নায়ুচাপ বাড়ছে কেন্দ্রের (Omicron in India)। ২৪ ডিসেম্বরে স্বাস্থ্যকর্তা ও বিশেষজ্ঞদের নিয়ে জরুরি বৈঠকে করেছেন নরেন্দ্র মোদী (new COVID-19 variant)। তবে, তার পর থেকে দেশের করোনা আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান। তাই এবার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী।