Thursday, August 7, 2025
Homeপ্রযুক্তিWhatsApp | Keep in Chats | হোয়াটসঅ্যাপে রাখতে পারবেন ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’, তবে...

WhatsApp | Keep in Chats | হোয়াটসঅ্যাপে রাখতে পারবেন ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’, তবে লাগবে সেন্ডারের সম্মতি

Follow Us :

অবশেষে হোয়াটসঅ্যাপে বহু কাঙ্খিত ফিচার। নতুন এই ফিচারের নাম – কিপ ইন চ্যাটস (Keep in Chats)। মেটা অধীনস্থ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশনে (Meta-owned Instant Messaging Application) এই নতুন ফিচারের দৌলতে ইউজাররা ডিসঅ্যাপিয়ারিং মেসেজকে (Disappearing Messages) ভবিষ্যতের জন্য সেভ করে রাখতে পারবেন। বিষয়টা একটু খোলসা করে বললে, ধরুন আপনাকে কেউ মেসেজ পাঠিয়েছে, কিন্তু ডিসঅ্যাপিয়ারিং ফিচার অন রয়েছে তাতে। সেন্ডার চাইছেন, তাঁর পাঠানো ওই মেসেজ নির্দিষ্ট সময় পর, আপনা থেকেই যেন ডিলিট (Delete or Remove) হয়ে যায়। কিন্তু আপনার কাছে সেই মেসেজের গুরুত্ব থাকতে পারে বা এমনটা মনে হতেই পারে যে ভবিষ্যতে তা রেফারেন্স (Future Reference) হিসেবে কাজ লাগতে পারে। কিন্তু ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার অন থাকার কারণে, তা তো একটা সময় পর ডিলিট হয়ে যাবে। এক্ষেত্রে এই ফিচার আপনাকে সহযোগিতা করবে। কিপ ইন চ্যাট ফিচারের সাহায্যে আপনি যখন সংশ্লিষ্ট মেসেজ ভবিষ্যতের স্বার্থে রাখার বিকল্প বেছে নেবেন, সে বিষয়ে মেসেজ সেন্ডারের (Message Sender) কাছে তার নোটিফিকেশন (Notification) চলে যাবে। তিনি যদি অ্যালাও করেন, তাহলে আপনি ওই মেসেজ রাখতে পারবেন, আর নাহলে তা আপনা থেকে ডিলিট হয়ে যাবে চ্যাট উইন্ডো (Chat Window) থেকে। 

আরও পড়ুন: Salman Khan Movie | কিসি কা ভাই কিসি কা জান সিনেমার প্রথম দিনে ২৭ কোটি টাকার ব্যবসা 

কিপ ইন চ্যাটস

হোয়াটসঅ্যাপ তাদের ব্লগ পোস্টে বলেছে, ডিসঅ্যাপিয়ারিং ফিচার অন করা থাকলে, মেসেজ চিরকাল থেকে যাবে না। সংশ্লিষ্ট মেসেজ যাতে ভুল হাতে না পড়ে, তার জন্য এটি অতিরিক্ত সুরক্ষা স্তর (Extra Layers of Protection)। কিন্তু কোনও সময় কিছু ভয়েস নোট (Voice Note) এবং কোনও তথ্য আপনি হয়ত রাখতে চান, সেক্ষেত্রে কী হবে? তার পরিপ্রেক্ষিতে হোয়াটসঅ্যাপের জবাব, “আজ থেকে আমরা ‘কিপ ইন চ্যাটস’ আনলাম, যাতে আপনারা টেক্সট পরবর্তীকালে ব্যবহারের জন্য রাখতে পারেন, কিন্তু সেন্ডারদের জন্য স্পেশ্যাল সুপারপাওয়ার (Special Superpower)।”

হোয়াটসঅ্যাপ সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশন শেয়ার করা ওয়েবসাইট ডব্লুএবিটাইনফো এই নিয়ে মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট ট্যুইটারে (Twitter, Micro-blogging Website) ট্যুইট (Tweet) করেছে – 

কী বলছেন বিশেষজ্ঞরা? 

প্রযুক্তি মানেই উদ্ভাবন (Technology Means Innovation)। কারও কাছে যা গুরুত্বপূর্ণ নয়, অপরজনের কাছে ভীষণ দরকারি। কিপ ইন চ্যাটস ফিচারটিও ঠিক সেই রকম। হোয়াটসঅ্যাপ সেন্ডারের জন্য একটি বিশেষ টুলস (Special Tools) দিয়েছে, তিনি তাঁর পাঠানো মেসেজ সংশ্লিষ্ট সময়ের জন্য রাখতে চান, নাকি চিরকাল থাকবে। কিন্তু যিনি রিসিভার (Receiver), তাঁর কাছে হয়ত ওই মেসেজ গুরুত্বপূর্ণ মনে হতে পারে, যে কোনও কারণে। সেখানে এরকম অপশন থাকলে ক্ষতি কি, যাতে হোয়াটসঅ্যাপেই মেসেজ সেভ করে রাখা যায়। কিপ ইন চ্যাটস আপনার হাতে সেই ক্ষমতা এনে দেবে। যদিও সেন্ডার সেই মেসেজ রাখতে পারবেন, কি পারবেন না, তা পুরোপুরি নির্ভর করছে অরিজিনাল সেন্ডারের (Original Sender) সিদ্ধান্তের উপর। তাই অনেকেই বলছেন, এই ফিচার অর্থহীন। কেউ ডিসঅ্যাপিয়ারিং মেসেজ পাঠিয়েছেন, তার মানে এটাই যে তিনি চান মা সংশ্লিষ্ট মেসেজ চিরকারল থাকুক। আবার অনেকেই বলছেন, সেন্ডার পরবর্তীকালে হয়ত তাঁর মতামত পরিবর্তন করতেই পারেন। সেক্ষেত্রে কাজে লাগবে।

অ্যান্ড্রয়ডে (Android) এবং আইওএস (iOS) উভয় প্ল্যাফর্মেই এই ফিচার বিটা ভার্সনে (Beta Versions) আগে থেকেই উপলব্ধ ছিল। এবার সাধারণ ইউজারদের (General Users) জন্য পাঠানো শুরু করেছে মেটা (Meta)।

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Bangla Bolche | Tanmay Ghosh | 'গোয়েবেলসের সস্তা ভার্সন মালব্য'
01:48
Video thumbnail
Politics | 'মা গঙ্গা দুয়ারে স্বর্গে যান এবারে'
03:14
Video thumbnail
Bangla Bolche | Tanmay Ghosh | কমিশনকে কাজে লাগিয়ে কী চায় বিজেপি?
02:25
Video thumbnail
Politics | উপরাষ্ট্রপতি বাংলা থেকে, মোদি-শাহ বসবেন বেঁকে?
02:55
Video thumbnail
Bangla Bolche | CPM-Congress | প্রান্তিক মানুষের কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট মিলবে কী?
05:19
Video thumbnail
Politics | বিহারে পাঁচ দলের জোট নিয়ে তেজপ্রতাপ পড়বেন ঝাঁপিয়ে
03:28
Video thumbnail
Bangla Bolche | Shatarupa | ভোটার লিষ্ট থেকে বাংলায় ১ কোটি নাম বাদ যেতে পারে?
02:12
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Forth Pillar | স/ন্ত্রা/সবাদ শেষ নিঃশ্বাস নিচ্ছে? না কি খালি তার কৌশল পাল্টাচ্ছে?
00:44
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Forth Pillar | ফাঁকা বুলি আর কতবার? কাশ্মীরে মিথ্যের পাহাড়
00:49
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Forth Pillar | ৩৭০ বিলোপ হল, কাশ্মীরে কী শান্তি ফিরল?
01:08

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39