ওয়েব ডেক্স: বাংলাদেশ (Bangladesh) অন্তর্বর্তী সরকারের শীর্ষ নেতৃত্বদের ভারত নিয়ে আলটপকা মন্তব্য যে ভালো চোখে দেখছে না নয়াদিল্লি (New Delhi)। শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা মাহফুজ আলমের করা একটি পোস্ট নিয়ে কড়া আপত্তি জানানো হয়েছে। ইউনুস প্রশাসনকে প্রকাশ্য মন্তব্য নিয়ে আরও বেশি সচেতন হওয়া উচিত বলে মন্তব্য করেছে ভারত। চাপে পড়ে পোস্টটি মুছে ফেলেছেন মাহফুজ।
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ইউনুসের (Muhammad Yunus) প্রিয় ছাত্রনেতা মেহফুজ (Mehfooz Alam) দিন তিনেক আগে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে পশ্চিমবঙ্গের একাংশ, অসম ও ত্রিপুরার কয়েকটি অংশকে বাংলাদেশের অংশ বলে দাবি করেছেন। এই পোস্টটি ঘিরেই সমাজমাধ্যমে বিতর্ক দানা বাঁধে।
আরও পড়ুন: সিরিয়ায় রাশিয়া ব্যর্থ হয়েছে, মানতে চান না পুতিন
মাহফুজের পোস্টটি ঘণ্টা দু’য়েকের মধ্যে মুছে ফেললেও পড়শি দেশের অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার এই মন্তব্য মোটেও ভালো চোখে দেখছে না ভারত।
এ নিয়ে মুখপাত্র জয়েসওয়াল বলেন, ‘কড়া ভাষায় নিজের আপত্তি বাংলাদেশকে জানাচ্ছে ভারত। যে পোস্টটি নিয়ে কথা হচ্ছে সেটি মুছে ফেলা হয়েছে। আমরা সংশ্লিষ্ট সবাইকে বলতে চাই, প্রকাশ্য মন্তব্য করার ক্ষেত্রে সচেতন হয়ে উঠতে। ভারত বরাবরই জানিয়ে এসেছে, বাংলাদেশ এবং সেখানকার মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু এই ধরনের প্রকাশ্য বিবৃতির ক্ষেত্রে দায়িত্ববোধের বিষয়টি মনে থাকা উচিত।’
দেখুন আরও খবর: