ওয়েবডেস্ক- এখনও ভোট (Vote) শুরু হয়নি, তার আগেই কুরুক্ষেত্র ভোটাধিকার প্রয়োগ নিয়ে নির্বাচন কমিশন (Election Commission) ও রাজনৈতিক দলগুলির মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কমিশনকে তোপ দেগেছে। অন্যদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) কমিশনের দিকে এসআইআর সামনে রেখে ভোট চুরির অভিযোগ তুলেছেন। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলির বক্তব্য, কমিশন আর বিজেপি মিলেমিশে এই চক্রান্ত করছে।
এবার রবিবার সাংবাদিক বৈঠক (Press Meet) থেকেই রাজনৈতিক দলগুলির প্রতি তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Chief Election Commissioner Gyanesh Kumar)। তিনি স্পষ্ট করে দেন, কমিশন কারুর পক্ষে নয়,কমিশনের কাছে সব দলই সমান। এমনকি রাজনৈতিক দলগুলি কমিশনের থেকেই রেজিস্ট্রেশন পায়। সেই সঙ্গে জ্ঞানেশ কুমার বলেন, এসআইআর প্রক্রিয়া সব রাজনৈতিক দলের বিএলএ। ভোট চুরির মতো ভুল শব্দ ব্যবহার বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। কমিশন মিথ্যা অভিযোগকে ভয় পায় না। ভোটারদের গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে, অভিযোগ তোলেন জ্ঞানেশ কুমার। কমিশনের কাঁধে বন্দুক রেখে রাজনীতি করা হচ্ছে।
আরও পড়ুন- ‘ভোট চুরি’ নিয়ে কী বলল কমিশন? দেখুন ভিডিও
মুখ্য নির্বাচনী কমিশনার বলেন, ১ সেপ্টেম্বর পর্যন্ত খসড়া তালিকা সংশোধন হবে। দক্ষতার সঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন হচ্ছে। সব দলকেই খসড়া ভোটার তালিকা দেওয়া হয়েছে। প্রথমে বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলায় (West Bengal SIR) কবে, এসআইআর সঠিক সময়ে জানানো হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। সেইসঙ্গে জ্ঞানেশ কুমার বলেন, কেরলে ও কর্নাটকের ভোট চুরির অভিযোগ তোলা হচ্ছে। যা ভিত্তিহীন। অভিযোগ তুলছে, অথচ প্রমাণ চাইলে দেওয়া হচ্ছে না। ভোটাধিকার সুরক্ষিত করতেই এসআইআর (SIR)। বিহারে ৭ কোটির বেশি বাড়িতে গিয়ে সমীক্ষা হয়েছে, এসআইআরে- বিদেশি ভোটার বাদ যাবে। এদেশে ভোটাধিকার শুধু ভারতীয়দেরই। নির্বাচন কমিশন আরও পক্ষে বা বিপক্ষে নয়।
দেখুন ভিডিও-