নয়াদিল্লি: মাঝেমাঝেই বেজে উঠছে সাইরেন। পড়ি কি মরি করে মানুষ ছুটছেন বাঙ্কারের খোঁজে। হাইওয়েগুলি আপাতত নিরীহের আশ্রয় শিবির। তবে সেখানে মাথা গোঁজার ঠাঁই নেই। বিনিদ্র রাত কাটছে আকাশের নীচে। কার ধর্ম কী, দেশ কোথায়— সে প্রশ্ন অবান্তর। হামাসের গোলাবর্ষণের হাত থেকে বাঁচতে বিশ্ব একসুতোয় বাঁধা পড়েছে ইজরায়েলে।
ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৮ হাজার নাগরিক সেখানে আটকে রয়েছেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে এ প্রসঙ্গে চিঠি দিয়েছেন। কেরলের মানুষসহ প্রতিটি ভারতীয়ের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: পুজোর আগে বঙ্গে ফের দুর্যোগ! জানুন কি বলছে হাওয়া অফিস
ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের অধিকাংশই ঘরোয়া কাজের লোক, স্বাস্থ্যকর্মী, নার্স, প্রযুক্তি পেশার এবং ছাত্র। ইজরায়েলের বয়স্ক মানুষদের দেখভালের জন্য ভারত থেকে অনেক লোক ইজরায়েলে কাজের খোঁজে যান। সেখানকার অনেক এজেন্সি এই নিয়োগ করে থাকে। ইজরায়েলে ভারতীয় বংশোদ্ভূত ৮৫ হাজার ইহুদি থাকেন।
ইজরায়েলের বেরশেভা এলাকায় বসবাসকারী দুই পড়ুয়া জানান, পরিস্থিতি আন্দাজ করা যাচ্ছে না। সম্পূর্ণ অনিশ্চিত অবস্থায় আছি। তাঁরা জানান, গাজা খাঁড়ি থেকে আমরা ঘণ্টাঘানেক দূরে আছি।
জয়শঙ্করকে লেখা চিঠিতে বিজয়ন বলেছেন, কেরলের অন্তত ৭ হাজার মানুষ সেদেশে আটকে রয়েছেন। তাঁরা অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এখানে তাঁদের পরিবার গভীর উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। আমি আশা করি, আপনি এবং আপনার মন্ত্রক ভারতীয়দের ফিরিয়ে আনতে যথোপযুক্ত ব্যবস্থা নেবেন।
ইজরায়েলি গোলাবর্ষণ না থামলে গাজায় বন্দি ইজরায়েলিদের খতম করার হুমকি দিল হামাস বাহিনী। ইজরায়েলি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী হামাসের আচমকা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০০। অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইজরায়েলের বিমান হানায় ১৪৩ শিশু ও ১০৫ মহিলাসহ ৭০৪ জন প্যালেস্তিনীয় প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে শনিবার থেকে এ পর্যন্ত প্রায় ১৬০০ জন নিহত হয়েছেন এই যুদ্ধে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু ইতিমধ্যেই ঘোষণা করেছেন, যুদ্ধ আমরা শুরু করিনি। তবে শেষ করে ছাড়ব।
হামাস জঙ্গি সরকারের সামরিক মুখপাত্র হুমকি দিয়ে বলেছেন, ইজরায়েলের প্রতিটি বোমার জবাবে তারা একজন করে বন্দিহত্যা করবে। শুধু তাই নয়, এই হত্যাদৃশ্য প্রচার করা হবে। নেতানইয়াহু অবশ্য হামাসকে আইসিসের সঙ্গে তুলনা টেনে বলেছেন, যেভাবে সভ্যসমাজ আইসিসকে খতম করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে, সেভাবে হামাসকে পরাজিত করতেও ইজরায়েলকে সমর্থনের ডাক দিয়েছেন তিনি।
দেখুন অন্য খবর