Saturday, October 18, 2025
HomeBig newsপাকিস্তানের বর্বরোচিত হামলা, এয়ার স্ট্রাইকে নিহত ৩ আফগান ক্রিকেটার
Afghan Cricketers killed

পাকিস্তানের বর্বরোচিত হামলা, এয়ার স্ট্রাইকে নিহত ৩ আফগান ক্রিকেটার

পাকিস্তানে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার আফগানিস্তানের

ওয়েবডেস্ক-  শোধবারে না পাকিস্তান! সংঘর্ষ বিরতির (Cease Fire) পরেও গোলাগুলি থামাল না পাকিস্তান (Pakistan)। আফগানিস্তানে (Afganistan) ফের আচমকা বিমান হানা (Air Strike) চালিয়েছে পাকিস্তান।

শুক্রবারের এই হামলায় নিহত হয়েছে কমপক্ষে আটজন। এর মধ্যে তিনজন ক্রিকেটার ( Cricketer) । পাকিস্তানে এই বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন আফগান ক্রিকেটার রশিদ খান। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

পাশাপাশি আগামী মাসে পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা ত্রিদেশীয় টুর্নামেন্টের। সেখান থেকেও নিজদের নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান। এই টুর্নামেন্টে পাকিস্তান, আফগানিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কারও খেলার কথা ছিল।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (Afghanistan Cricket Board) তরফ থেকে যে এক বিবৃতিতে জানানো হয়েছে, মৃত তিন ক্রিকেটারের নাম যথাক্রমে কবির (Kabeer) , সিবঘাতুল্লাহ (Sibgutullah) ও হারুন (Haroon)। তিনজনই স্থানীয় ক্রিকেটার। এই তিনজনই একটি প্রীতি ম্যাচ খেলে পক্তিতা প্রদেশের উর্গুন থেকে শারানা অঞ্চলে ফিরছিলেন। সেই সময় পাকিস্তানের হামলায় তিনজনেরই মৃত্যু হয়েছে।

এসিবি-র (Afghanistan Cricket Board)  তরফ থেকে পাকিস্তানের এই আক্রমণকে ‘কাপুরুষোচিত’ বলে আক্রমণ করা হয়েছে।

তিন ক্রিকেটার-সহ ৮ জনের মৃত্যু ক্ষুব্ধ আফগান ক্রিকেটাররাও। রশিদ খান সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে লেখেন, পাকিস্তানের বিমান হানায় আফগানিস্তানের সাধারণ মানুষের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই হামলা মহিলা-শিশু সহ তরুণ ক্রিকেটারদের স্বপ্ন কেড়ে নিয়েছে।

আরও পড়ুন-  বিশ্বকাপের আগেই অবসর! জল্পনার মাঝে বিরাট মন্তব্য কোহলির

দেশকে যারা দেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার স্বপ্ন ছিল এঁদের চোখে। নিরপরাধ, সাধারণ মানুষকে হত্যা করা অমানবিক ও বর্বরোচিত ঘটনা। মানবাধিকার লঙ্ঘনের এই ঘৃণ্য অপরাধ কেউ ভুলবে না। এই কঠিন সময় আমরা মানুষের পাশে আছি। জাতীয় মর্যাদা সবার আগে। এই পরিস্থিতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

দেখুন আরও খবর-

Read More

Latest News