Saturday, August 16, 2025
HomeBig newsপাখির চোখ '২৪-এ ৩৫, অমিত-কমিটির অগ্নিপরীক্ষা

পাখির চোখ ‘২৪-এ ৩৫, অমিত-কমিটির অগ্নিপরীক্ষা

Follow Us :

কলকাতা: রাজ্য বিজেপির (BJP) ভোটের রণকৌশল (Lok Sabha Elections 2024) ঠিক করতে ১৫ জনের নির্বাচন কমিটি (Election Commitee) তৈরি করে দেওয়া হল৷ নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত এই কমিটিই গ্রহণ করবে৷ আর এই কমিটি বেছে দিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷ অর্থাৎ লোকসভা ভোটের আগে সংগঠনকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করিয়েই ময়দানে নামতে চলেছে গেরুয়া শিবির৷ বিশেষত রামমন্দিরের উদ্বোধন নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক প্রচারের কৌশল নিচ্ছে পদ্ম শিবির। কারণ এখনও পর্যন্ত অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা নিয়ে উত্তর ও দক্ষিণ ভারতে প্রচার তুঙ্গে উঠলেও বাংলা কিছুটা পিছিয়ে রয়েছে। তাই বঙ্গমানসে রামচরিত নিয়ে প্রচারঝড় তুলে দিতে আগ্রহী দিল্লির নেতৃত্ব।

তবে বিজেপির এই নির্বাচন কমিটিতে নেই ৪ মন্ত্রী। জায়গা পেলেন না জন বার্লা, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার ও শান্তনু ঠাকুর। জায়গা পেলেন না কোর কমিটির ৫ জনও। কমিটিতে নেই মিঠুন চক্রবর্তী, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী ও মনোজ টিগ্গা।

আরও পড়ুন: প্রতি ঘণ্টায় ২৪, আড়াই মিনিটে একজন কাজ হারাচ্ছেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাসহ (JP Nadda) বিজেপি নেতৃত্ব মঙ্গলবার কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন। একটি গুরুদ্বারে গিয়েও শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, আগামী ২৯ ডিসেম্বর রাজ্যে আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভগবত। ৩০ ও ৩১ ডিসেম্বর বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন ভাগবত।

অমিত শাহের তৈরি করে দেওয়া নির্বাচন কমিটিতে রয়েছেন, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন্দ, মঙ্গল পাণ্ডে, আশা লাকরা৷ এ ছাড়াও রয়েছেন পাঁচজন সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাত ও দীপক বর্মন৷ এছাড়াও রয়েছেন অমিত মালব্য ও সুনীল বনশল৷

অমিত শাহ চলে যাওয়ার পরেই দ্রুত বৈঠকে বসতে চলেছে বিজেপির রাজ্য কমিটি৷ অমিত শাহ আজকের বৈঠকে যা নির্দেশ দিয়েছেন, আগামিকাল সেই নির্দেশ পালনের বিষয়ে আলোচনা করা হবে৷ দ্রুত যাতে সেই নির্দেশ বাস্তবায়িত করা যায়, তার চেষ্টাও শুরু হবে৷ আগামিকাল আইসিসিআর-এ বৈঠকে বসতে চলেছেন বিজেপি নেতারা৷

সূত্রের খবর, মঙ্গলবারের বৈঠকের প্রধান উপজীব্যই ছিল নির্বাচন কৌশল নির্ধারণ করা৷ আর সেই জন্যই এই টিমকে ডাকা হয়েছে৷ এই কোর টিমই নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবে৷ ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি নিয়ে শাহকে (Amit Shah) তোপ দেগেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিজেপির গঠিত কমিটিকে ‘ভরাডুবি কমিটি’ বলে কটাক্ষ কুণাল ঘোষের। লোকসভা নির্বাচনে ৩৫ আসন তো দূরের কথা, ৩ থেকে আগে বিজেপি (BJP) ৫ হয়ে দেখাক, দাবি কুণালের।

শাহ-নাড্ডার বার বার বঙ্গ সফর নিয়ে এদিন সকালেই দিলীপ ঘোষ বলেন, দল এই রাজ্যকে কতটা গুরুত্ব দিচ্ছে সেটা পরিষ্কার। শীর্ষ নেতা, বিশেষত অমিত শাহ, যাঁর নেতৃত্বে বিজেপি এই রাজ্যে বেড়ে ১৮ হয়েছে, তিনি বার বার রাজ্যে আসছেন। সঙ্গে সভাপতিও এসেছেন। এই দলের জন্ম পশ্চিমবঙ্গে। সব সময় টার্গেট একটু বেশি বেঁধে দেন। আগের বার ২২ দিয়েছিলেন। আমরা ১৮টা করে দেখিয়েছি। এবারও আশা আছে বাংলা বিমুখ করবে না, তাই বার বার আসছেন। মাঝে কয়েক বছর লাগাতার অত্যাচারে কর্মীরা মনোবল হারিয়েছেন। সেটা ফেরাতেই তাঁদের বার বার এখানে আসা।

অন্য় খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | Independence Day | স্বাধীনতা দিবসে ‘দিওয়ালি’ উপহার ঘোষণা প্রধানমন্ত্রীর
02:37:27
Video thumbnail
Mamata Banerjee LIVE | স্বাধীনতা দিবসে রেড রোডে মুখ্যমন্ত্রী, দেখুন সরাসরি
01:23:26
Video thumbnail
Narendra Modi LIVE | স্বাধীনতা দিবসে দেশবাসীকে বড় বার্তা প্রধানমন্ত্রীর
01:02:40
Video thumbnail
Abhishek Banerjee | ডায়মন্ড হারবার নিয়ে অনুরাগ ঠাকুরের অভিযোগের পাল্টা দিলেন অভিষেক
02:09:10
Video thumbnail
Trump-Russia | প্রস্তাব না মানলে ভ/য়ানক পরিণতি, রাশিয়াকে হু/ম/কি ট্রাম্পের, কী করবেন পুতিন?
01:52:00
Video thumbnail
Politics | জানতে ক্ষুদে পড়ুয়াদের হাল, মুখ্যমন্ত্রী গেলেন হাসপাতাল
05:06
Video thumbnail
Politics | নি/র্যা/তিতার মূর্তি নিয়ে এবার, গোলমালে জুনিয়র ডাক্তার
04:40
Video thumbnail
Politics | মোদি করে টলমল RSS মাপছে জল?
04:59
Video thumbnail
Politics | দেশবাসীকে উপহার এখন স্বাধীনতা দিবসে মোদির ভাষণ
04:34
Video thumbnail
Politics | বাঙালি ভোলে যদি? বাংলা নিয়ে প্রশংসায় মোদি
06:27