মুম্বই: দাউদ ইব্রাহিমের ছোট এক টুকরো পৈতৃক জমি বিক্রি হল ২ কোটি টাকায়। শুক্রবার মহারাষ্ট্রের রত্নগিরি জেলার মুম্বেকে গ্রামের চারটি জমি নিলামের জন্য ডাকা হয়েছিল। তারমধ্যে এই জমিটির ডাকমূল্য ধার্য করা হয়েছিল ১৫ হাজার ৪৪০ টাকা। শেষমেশ ২ কোটি টাকায় তা বিক্রি হয়।
স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স অথরিটি মোট চারটি জমি নিলামে ডেকেছিল। তারা জানিয়েছে, জমিগুলি কৃষিজমি। দাউদ ইব্রাহিম কসকরের পৈতৃক গ্রামের বাড়ি লাগোয়া চাষের জমি। উল্লেখ্য, এই গ্রামেই কেটেছে ডন দাউদের ছেলেবেলা।
আরও পড়ুন: বাংলাদেশে ভোট রবিবার, হাসিনার জয় প্রায় নিশ্চিত
আর একটি জমির দাম ধার্য করা হয়েছিল দেড় লাখ টাকার কিছু বেশি। সেটি ৩ লক্ষ ২৮ হাজার টাকায় নিলাম হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জমিগুলির বর্তমান মালিক ছিলেন দাউদের মা আমিনা বিবি। দাউদ এবং তার পরিবারের অন্যান্য সদস্যের বিরুদ্ধে তদন্ত ও তাদের পালিয়ে যাওয়ার পর সম্পত্তিগুলি সরকার বাজেয়াপ্ত করেছিল।
এর আগে ২০১৭ এবং ২০২০ সালে সরকার দাউদের হোটেল রৌনক আফরোজ, শবনম গেস্ট হাউস এবং ভেন্ডিবাজারের কাছে ডমরওয়ালা বিল্ডিংয়ের ৬টি ঘর ও অন্য সম্পত্তির নিলাম করে ১১ কোটি ২২ লক্ষ ৭৯ হাজার টাকায়।
অন্য খবর দেখুন