ওয়েবডেস্ক- ওবিসি মামলাতে (OBC Case) কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশে সুপ্রিম কোর্টের (Supreme Court) স্থগিতাদেশের পর বড়সড় পদক্ষেপ বিকাশ ভবনের (Bikash Bhavan) । কলেজে ভর্তির জন্য ইতিমধ্যে আবেদন করা আবেদনকারীদের এবার নিজেদের আবেদনপত্রে কাস্ট বা সামাজিক বিভাগ বিস্তার সম্পর্কে উল্লেখ করার বা আপডেট করার নির্দেশ। ২৯ জুলাই থেকে পয়লা অগাস্ট পর্যন্ত কাস্ট সংক্রান্ত তথ্য ও নথি আপলোড বা আপডেট করার নির্দেশ। সেন্ট্রালাইজড এডমিশান পোর্টালের আবেদনপত্র আপডেট করার নির্দেশ।
উল্লেখ্য, সুপ্রিম নির্দেশের ফলে ওবিসি মামলায় সায়মিক স্বস্তিতে রাজ্য সরকার। এর আগে গত জুন মাসে নতুন ওবিসি তালিকার উপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার হাইকোর্টের সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। গত ১৭ জুন রাজ্যের ওবিসি তালিকার উপর স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট। এর পর ওবিসি মামলায় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়।
আরও পড়ুন- ভোটার তালিকার নামে NRC চালুর চেষ্টা, কেন্দ্রকে তোপ মমতার
শীর্ষ আদালত নির্দেশ দেয়, ওবিসি মামলায় শুনানির জন্য হাইকোর্টকে নয়া বেঞ্চ গঠন করতে হবে। কারণ হাইকোর্ট যে পর্যবেক্ষণ করছে সেখানে সমস্যা রয়েছে। হাইকোর্টের বেঞ্চ পাল্টানোর জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্টের তরফে অনুরোধ জানানো হয়।
সেই নির্দেশ মতো হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ বদলানোর সুপারিশ করে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি গাভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রন ও বিচারপতির এনভি আঞ্জারিয়ার বেঞ্চে শুনানি হয় এই মামলার।
দেখুন আরও খবর-