ওয়েবডেস্ক- এসআইআর (SIR) বা নিবিড় ভোটার তালিকা সংশোধন নিয়ে কোমড় বেঁধে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে সুর তুলেছে রাজনৈতিক দলগুলি। গণতান্ত্রিক অধিকার নিয়ে ‘ভোটার অধিকার যাত্রা’ য় বিহার থেকে মেগা ইভেন্ট শুরু করেছেন রাহুল গান্ধী। এই অবস্থায় রাজনৈতিক দলগুলিকে পাল্টা জবাব দিলেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার (Chief Election Commissioner Gyanesh Kumar) ।
রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক থেকে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, কমিশন কোনও দলের পক্ষপাত করে না। এসআইআর প্রক্রিয়া সব রাজনৈতিক দলের বিএলএ। ভোট চুরির মতো শব্দ ব্যবহার বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। কমিশন মিথ্যা অভিযোগকে ভয় পায় না। এসআইআর নিয়ে বিভ্রান্তি চালানোর প্রচেষ্টা চলছে। নির্বাচন কমিশনের কাছে সব দলই সমান। ভোটারদের গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে, অভিযোগ তোলেন জ্ঞানেশ কুমার। কমিশনের কাঁধে বন্দুক রেখে রাজনীতি করা হচ্ছে।
আরও পড়ুন- ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের তোপ কমিশনের
জ্ঞানেশ কুমার মনে করিয়ে দেন যে, রাজনৈতিক দলগুলি কমিশন থেকেই রেজিস্ট্রেশন পায়। মুখ্য নির্বাচনী কমিশনার স্পষ্ট করেন, ১ সেপ্টেম্বর পর্যন্ত খসড়া তালিকা সংশোধন হবে। দক্ষতার সঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন হচ্ছে। সব দলকেই খসড়া ভোটার তালিকা দেওয়া হয়েছে।প্রথমে বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলায় কবে, এসআইআর সঠিক সময়ে জানানো হবে।
মুখ্য নির্বাচনী কমিশনার আরও বলেন, কেরল, কর্নাটকে ভোট চুরির অভিযোগ ভিত্তিহীন। অভিযোগ তুলছে, অথচ প্রমাণ চাইলে দেওয়া হচ্ছে না। ভোটাধিকার সুরক্ষিত করতেই এসআইআর। বিহারে ৭ কোটির বেশি বাড়িতে গিয়ে সমীক্ষা হয়েছে, এসআইআরে- বিদেশি ভোটার বাদ যাবে। এদেশে ভোটাধিকার শুধু ভারতীয়দেরই। নির্বাচন কমিশন আরও পক্ষে বা বিপক্ষে নয়।
দেখুন ভিডিও –