জগদলপুর (ছত্তিশগড়): বিদেশি কিছু দেশের সঙ্গে গোপন গাঁটছড়া বেঁধেছে কংগ্রেস (Congress)। মঙ্গলবার কংগ্রেসশাসিত ছত্তিশগড়ে (Chhattisgarh) ভোটপ্রচারে এসে বিরোধী দলকে এই ভাষাতেই বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বস্তার (Bastar) জেলার জগদলপুরে (Jagdalpur) তিনি বলেন, ভারত-বিরোধী কথা বলে কংগ্রেস আত্মসন্তুষ্টি অনুভব করছে। মানুষ যেন কংগ্রেস সম্পর্কে সতর্ক থাকে। দেশের প্রাচীন এই দল তাদের নেতাদের হাতে পরিচালিত হয় না। পর্দার আড়ালে কিছু লোক নেপথ্য থেকে দল চালায়। যাদের সঙ্গে দেশবিরোধী শক্তির আঁতাঁত রয়েছে।
বিহার (Bihar) সরকার জাতিভিত্তিক জনগণনা (Caste Census) প্রকাশ করার একদিন পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বক্তব্যের জবাব দিলেন মোদি। তিনি বলেন, আবাদি বা জনসংখ্যার উপর ভিত্তি করে কি অধিকার দেওয়া যায়? উল্লেখ্য, রাহুল গতকাল বলেছিলেন, জিতনি আবাদি, উতনে হক। ছত্তিশগড়ে পরিবর্তন মহাসঙ্কল্প যাত্রার সূচনা করে মোদি বলেন, দেশের সম্পদের উপর প্রথম অধিকার গরিব মানুষের।
আরও পড়ুন: মহারাষ্ট্রে মৃত্যুপুরী হাসপাতাল, নান্দেড়ে ৩১, সম্ভাজিনগরে ১০
প্রধানমন্ত্রী বলেন, মোদির কাছে এদেশের বেশিরভাগ মানুষ গরিব। আর তাদেরই প্রথম অধিকার দেশের সম্পদের উপর। গরিবের কল্যাণই আমার লক্ষ্য। মোদি আরও বলেন, মনমোহন সিং বলতেন, দেশের সম্পদের উপর প্রথম অধিকার সংখ্যালঘুদের। মুসলিমদের প্রথম অধিকার। আজ তিনি কী ভাববেন? কারণ আজ কংগ্রেস বলছে, জনসংখ্যাই ঠিক করবে কারা সিংহভাগ অধিকার ভোগ করবে। তাহলে কি তারা মুসলিমদের অধিকার ছিনিয়ে নিতে চায়!
কংগ্রেসের কাছে মোদির প্রশ্ন, তাহলে কি হিন্দুরাই সমস্ত অধিকারের অধিকারী? কংগ্রেস কি চায় সংখ্যালঘুদের মুছে দিতে। মোদির কথায়, গরিব মানুষই এদেশের সবথেকে বড় জাতি, বৃহত্তম সম্প্রদায়। কংগ্রেসের বড় নেতা মুখে কুলুপ এঁটে বসে আছেন। হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি করে ভারতকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে কংগ্রেস। গরিবদের মধ্যে ভাগাভাগির রাজনীতি করছে।