Thursday, August 7, 2025
HomeBig news‘বন্ধু ট্রাম্প’! ভারতের ঘাড়ে ৫০ শতাংশ শুল্ক চাপাল আমেরিকা
America Imposes 50 Percent Tariff On India

‘বন্ধু ট্রাম্প’! ভারতের ঘাড়ে ৫০ শতাংশ শুল্ক চাপাল আমেরিকা

২৭ অগাস্ট থেকে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে

Follow Us :

ওয়েবডেস্ক- বার বার দরাজ গলায় প্রশংসা করেছেন! সব সময় বলতে শোনা গেছে ‘আমার বন্ধু ট্রাম্প’ (Donald Trump)। সেই অভিন্ন হৃদয় বন্ধুই ‘ভালোবেসে’ ভারতের (India) ঘাড়ে ৫০ শতাংশ (50 Tariffs) শুল্ক চাপালেন সেই ট্রাম্প। ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ফের আলোচনার কেন্দ্র বিন্দুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত (India) ও রাশিয়ার (Russia) মধ্যে চলতে থাকা শক্তিশালী বাণিজ্য সম্পর্কের জেরে ট্রাম্প এবার ‘জরিমানা’ হিসেবে ভারতের রফতানি পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপালেন। বুধবার হোয়াইট হাউস এই নয়া সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়।

এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ অগাস্ট থেকে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে। এর আগে ২৫ শতাংশ শুল্ক ছিল ৭ অগাস্ট থেকে কার্যকর করার কথা ছিল। কিন্তু সেই শুল্ক আরও বাড়িয়ে দিয়ে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে তাদের আপত্তি স্পষ্ট করে দিল ট্রাম্প প্রশাসন।

আরও পড়ুন- ভারতের ‘মৃত অর্থনীতি’তে দাঁড়িয়ে কোটি টাকার ব্যবসা করছেন ট্রাম্প!

ভারতীয় পণ্যের উপর শুল্ক বৃদ্ধির কারণ হিসাবে ট্রাম্প প্রশাসনের যুক্তি, রাশিয়া থেকে ভারত যে তেল, অস্ত্র আমদানি করছে তাতে ইউক্রেনকে যুদ্ধে আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে। ট্রাম্পের আরও দাবি, রাশিয়ার আগ্রাসনের মোকাবিলায় ভারতকে পাশে পাওয়া প্রয়োজন, কিন্তু ভারত সেই পথে হাঁটছে না। এদিকে ভারত সরকারেরও স্পষ্ট বার্তা, কোনও হুমকির কাছে মাথা নত করবে না। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল স্পষ্ট করে দিয়েছেন। ভারতের বাণিজ্যনীতি সর্বদা জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে নির্ধারিত হয়। রাশিয়া যদি সস্তায় তেল দেয়, তাহলে তা কেনা ভারতের স্বাভাবিক সিদ্ধান্ত।

রাশিয়া বর্তমানে ভারতের তেল আমদানির প্রায় ৩৫ শতাংশ যোগান দেয়। এর ফলে দেশীয় বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে, বলেই দাবি ভারত সরকারের। ফলে ভারতের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে দিল্লি সরকার।

ট্রাম্প প্রশাসনের দাবি, শুধুমাত্র রাশিয়ার সঙ্গে সম্পর্কই নয়, ভারত ও আমেরিকার মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তির ক্ষেত্রেও ধীরগতির মনোভাব দেখিয়েছে ভারত।

এদিকে, অন্যান্য দেশের উপরেও শুল্ক চাপিয়েছে আমেরিকা, বাংলাদেশের ক্ষেত্রে ২০ শতাংশ ও পাকিস্তানের জন্য ১৯ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তবে ভারতীয় পণ্যের উপর শুল্ক সবচেয়ে বেশি।

বিশেষজ্ঞদের মতে ভারতীয় পণ্যের উপর এত বেশি পরিমাণে শুল্ক চাপানোর মানে ভারতের রফতানিতে এর প্রভাব পড়বে।

দেখুন আরও খবর-

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Bangla Bolche | Tanmay Ghosh | 'গোয়েবেলসের সস্তা ভার্সন মালব্য'
01:48
Video thumbnail
Politics | 'মা গঙ্গা দুয়ারে স্বর্গে যান এবারে'
03:14
Video thumbnail
Bangla Bolche | Tanmay Ghosh | কমিশনকে কাজে লাগিয়ে কী চায় বিজেপি?
02:25
Video thumbnail
Politics | উপরাষ্ট্রপতি বাংলা থেকে, মোদি-শাহ বসবেন বেঁকে?
02:55
Video thumbnail
Bangla Bolche | CPM-Congress | প্রান্তিক মানুষের কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট মিলবে কী?
05:19
Video thumbnail
Politics | বিহারে পাঁচ দলের জোট নিয়ে তেজপ্রতাপ পড়বেন ঝাঁপিয়ে
03:28
Video thumbnail
Bangla Bolche | Shatarupa | ভোটার লিষ্ট থেকে বাংলায় ১ কোটি নাম বাদ যেতে পারে?
02:12
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Forth Pillar | স/ন্ত্রা/সবাদ শেষ নিঃশ্বাস নিচ্ছে? না কি খালি তার কৌশল পাল্টাচ্ছে?
00:44
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Forth Pillar | ফাঁকা বুলি আর কতবার? কাশ্মীরে মিথ্যের পাহাড়
00:49
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Forth Pillar | ৩৭০ বিলোপ হল, কাশ্মীরে কী শান্তি ফিরল?
01:08

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39