ওয়েবডেস্ক- রাজ্যের স্কুলে গ্রন্থাগারিক, গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের নয়া বিধি চালু করল সরকার। বিধিতে আনা হল বেশকিছু গুরুত্বপূর্ণ বদল, হল নয়া সংযোজন।
- নিয়োগ প্যানেলের মেয়াদ আগে ছিল একবছর। তা বাড়িয়ে আরও ৬ মাস অর্থাৎ ১৬ মাস বা দেড় বছর করা হয়েছে।
- লিখিত ওএমআর সিট সংরক্ষণের মেয়াদ প্যানেলের মেয়াদ শেষ হওয়ার থেকে ২ বছর পর্যন্ত থাকবে। তারপর তা নষ্ট করে দেওয়া হবে।
- ওএমআর সিটের স্ক্যান কপি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার সময় থেকে আগামী ১০ বছর পর্যন্ত এসএসসির কাছে সংরক্ষিত থাকবে।
আরও পড়ুন- মহারাষ্ট্র মডেল? রাজ্য ও কলকাতায় বিজেপির আলাদা কমিটি?
- নয়া বিধিতে গ্রন্থাগারিক, গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের পরীক্ষার পর ওএমআর সিটের কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়ার নির্দেশ।
- অভিজ্ঞতার জন্য ৫ নম্বর বরাদ্দ করা হয়েছে।
- গ্রুপ সি ও গ্রুপ ডি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের অতীত নির্দেশ মেনে নয়া নিয়োগ প্রক্রিয়ায় বয়সের ছাড় দেওয়া হবে বলে বিধিতে উল্লেখ।
- ওবিসি আবেদনের ক্ষেত্রে আদালতের নির্দেশকে মান্যতা দেওয়া হবে।
বিধি প্রকাশের পর এবার গ্রন্থাগারিক, গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হবে বলে এসএসসি সূত্রে খবর।
দেখুন আরও খবর-