Sunday, August 17, 2025
HomeBig newsজোড়া সুপার ওভার, আফগানদের হোয়াইট ওয়াশ করে কী কী রেকর্ড গড়ল ভারত?

জোড়া সুপার ওভার, আফগানদের হোয়াইট ওয়াশ করে কী কী রেকর্ড গড়ল ভারত?

Follow Us :

বেঙ্গালুরু: অবিশ্বাস্য বললেও কম বলা হয়। জোড়া, হ্যাঁ জোড়া সুপার ওভার হলো ভারত-আফগানিস্তান ম্যাচে। এর আগে ভারত শেষ সুপার ওভার খেলেছিল ২০২০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপর আজকের ম্যাচে। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতল ভারত। একই সঙ্গে হল নতুন বিশ্বরেকর্ড। দ্বিপাক্ষিক সিরিজ়ে বিপক্ষকে হোয়াইট ওয়াশ করে জেতার নিরিখে ভারত ও পাকিস্তান এক জায়গায় ছিল। দু’দলই ৮ বার করে বিপক্ষকে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতেছিল এর আগে পর্যন্ত। আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে ভারত নবম বার দ্বিপাক্ষিক সিরিজে বিপক্ষকে হোয়াইট ওয়াশ করল।

প্রথম সুপার ওভারে কী হলো?

প্রথমে ব্যাট করে আফগানিস্তান। রোহিত বল তুলে দেন মুকেশ কুমারকে। আফগানদের হয়ে ব্যাট করতে নামেন গুলবাদিন নাইব এবং রহমানুল্লাহ গুরবাজ। প্রথম বলেই রান আউট হন নাইব। ক্রিজে নামেন মহম্মদ নবি। মুকেশের ৬ বলে আফগানেরা করেন ১ উইকেটে ১৬ রান। নবি ৭ এবং গুরবাজ ৫ রানে অপরাজিত থাকেন। জবাবে ভারতের হয়ে ব্যাট করতে নামেন যশস্বী জয়সওয়াল এবং রোহিত। ৫ বলের পর পায়ে টান ধরায় উঠে যান রোহিত। মাঠে নামেন রিঙ্কু সিংহ। আজমতুল্লা ওমরজাইয়ের ৬ বলে ভারতও তোলে ১৬ রান। রোহিত করেন ১৩ রান। ফলে দ্বিতীয় সুপার ওভারে গড়ায় ম্যাচ।

দ্বিতীয় সুপার ওভারে কী হলো?

প্রথমে ব্যাট করে ভারত। ক্রিজে নামেন রোহিত এবং রিঙ্কু। রোহিত ৩ বলে ১১ তোলার পর রিঙ্কু প্রথম বলেই আউট হয়ে যান। পরের বলে রান আউট হন রোহিতও (১১)। ফলে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১২ রান। ব্যাট করতে নামেন নবি এবং গুরবাজ। ভারতের হয়ে বল করেন রবি বিষ্ণোই। তিনি প্রথম বলেই আউট করেন নবিকে। তৃতীয় বলে গুরবাজকে আউট করে বিষ্ণোই ভারতকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন। মাত্র ১ রান করে আফগানিস্তান।

প্রসঙ্গত, এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। রোহিতদের ইনিংস শেষ হয় ৪ উইকেট হারিয়ে ২১২ রানে। জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তানও ২১২ রান করে ৬ উইকেট হারিয়ে। তারপরই ম্যাচ সুপার ওভারে গড়ায়। অবশেষে জোড়া সুপার ওভারে ম্যাচ জেতে ভারত।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | SIR-ই কি মোদির 'মিশন ডেমোগ্রাফি' ?
49:11
Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36