ওয়েবডেস্ক- পশ্চিমবঙ্গের (Bengal) নিবিড় ভোটার তালিকা সংশোধন (Intensive Voter list Revision) প্রক্রিয়ার বিষয়টি পরে দেখা হবে। বিহার (Bihar) সংক্রান্ত মামলায় জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বাংলা অপেক্ষা করতে পারে। এখনই কিছু হচ্ছে না। জানিয়েছে বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant) ও বিচারপতি জয়মাল্য বাগচীর (Justice Jaymalya Bagchi) ডিভিশন বেঞ্চ।
সম্পর্কিত মামলায় অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের হয়ে সওয়াল চালানোর সময় আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ পশ্চিমবঙ্গের তরফে জানান, রাজ্য সরকারের সঙ্গে কোন রকম পরামর্শ না করেই সেখানকার মুখ্য নির্বাচনে অফিসার জানিয়েছেন, তাঁরা এই সংশোধনের প্রক্রিয়ার জন্য তৈরি। পশ্চিমবঙ্গ অপেক্ষা করতে পারে। এখনই কিছু হচ্ছে না। বিচারপতি সূর্য কান্তের জবাব। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একই বক্তব্যে জেরে আদালত জানায়, পশ্চিমবঙ্গের বিষয়টির জন্য আলাদা দিন জানানো হবে।
আরও পড়ুন- কমিশনের নির্দেশ ২১ তারিখে মধ্যেই কার্যকর হবে, জানালেন মুখ্য সচিব
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সামনে দুই মহিলা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় আত্মহত্যার চেষ্টা করেন বলে কল্যাণবাবুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি সূর্য কান্ত জানান, প্রতিটি দাবি আমাদের পক্ষে খতিয়ে দেখা সম্ভব নয়। বৃহত্তর নীতি ঠিক করতে হবে। যা স্থানীয় পরিস্থিতি অনুযায়ী সব রাজ্যের পক্ষে হবে একই রকম।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ২০২৬ (Bengal Assemble Elecion 2026) সালে হওয়ার কথা।
দেখুন আরও খবর-