কলকাতা: আনন্দপুরের (Anandapur) কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। দাউদাউ করে কারখানার একাংশ জ্বলছে বলে জানা গিয়েছে।কালো ধোঁয়ায় ঢেকেছে গুলসান কলোনির (Gulsan Colony) আকাশ। আচমকাই আগুন বলে জানা গিয়েছে। ঘিঞ্জি এলাকায় আগুন। অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমত আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন এসে পৌঁছেছে।
ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। আনন্দপুরের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাঁই কারখানার একাংশ। জানা গিয়েছে, এটি জুতের কারখানা ছিল। শনিবার দুপুরে গুলশন এলাকার মতো ঘিঞ্জি এলাকায় নিমেষে দাউদাউ করে ছড়িয়ে পড়েছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশ। কারখানার চারপাশে প্রচুর উঁচু ইমারত রয়েছে। অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত সেখানকার বাসিন্দা।
আরও পড়ুন: বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কবে? কতক্ষণ?
আগুনের লেলিহান অগ্নিশিখা কত দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে, তা নিয়ে দমকল বিভাগ থেকে এলাকাবাসী, সকলেই। চেষ্টা চলছে অন্য কোনও উপায় আগুন নিয়ন্ত্রণ করা যায় কি না।
দেখুন খবর: