ওয়েবডেস্ক- আগামিকাল অর্থাৎ ৭ অগাস্ট (7 August) প্রকাশিত হচ্ছে কলেজ (Collage) ও বিশ্ববিদ্যালয়ে (University) স্নাতকস্তরে ভর্তির মেধাতালিকা (Merit list)। উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর, প্রথম পর্যায়ের চূড়ান্ত তালিকা তৈরি না হওয়ায় আপাতত প্রকাশিত হচ্ছে না মেধাতালিকা।
৭ অগাস্ট মেধাতালিকা প্রকাশিত হবে বলে আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল উচ্চ শিক্ষা দফতর (Department of Higher Education) । আবেদনকারীদের জাতি শংসাপত্র অভিন্ন পোর্টালে আপডেটের জন্য ৫ অগাস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, উচ্চশিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালের প্রথম পর্যায়ে আবেদন করার শেষ দিন ছিল ৩০ জুলাই। প্রথম পর্যায়ের মেধাতালিকা ৭ অগাস্ট প্রকাশের কথা এক্স হ্যান্ডেলে আগেই জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে পয়লা অগাস্ট পর্যন্ত স্নাতক স্তরের অনলাইন পোর্টালে নিজেদের জাতিগত শংসাপত্র আপলোড করতে পারবে শিক্ষার্থীরা। একই সঙ্গে এই তাদের বাড়তি সময় মিলবে নিজের পছন্দমতো বিষয় পরিবর্তন করার। এই বিষয়ে ছাত্রছাত্রীদের কোনও অসুবিধা হলে তাঁরা ‘চ্যাটবট’ বীণা এবং উচ্চশিক্ষা দফতরের দেওয়া কল সেন্টারের সাহায্য নিতে পারবে।
আরও পড়ুন- রাজ্যের স্কুলে গ্রন্থাগারিক, গ্রুপ সি- গ্রুপ ডি নিয়োগে নয়া বিধি সরকারের
রাজ্যে এই মুহূর্তে ৪৭৭ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ৯ লাখ ৪৮ হাজার ৭৩৭ আসন রয়েছে। ফলে বিপুল সংখ্যক আসন খালি থাকবে বলে মনে করছে করছে বিশেষজ্ঞ মহল। এই নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী পাশ করেছে ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন। গত বছর সেই সংখ্যা ছিল ৬ লাখ ৭৯ হাজার ৭৮৪ জন। তারপরও স্নাতকে ক্যাপের মাধ্যমে ভর্তি হয়েছিলেন ৪ লক্ষ ৪৪ হাজারের কিছু বেশি।
দেখুন আরও খবর-