ওয়েবডেস্ক- মিলে গেল ভবিষ্যদ্বাণী। বাবা ভাঙ্গা (Baba Vanga) আগেই ভবিষ্যদ্বাণী (Prediction) করেছিলেন, ২০২৫ জুলাইয়ে সুনামি (Tsunami July 2025) হবে। সেই বার্তাই এবার সত্যি হল। রাশিয়ায় বিশাল ভূমিকম্প (Russia Earthquake), তার সঙ্গে সুনামির (Tsunami) ঢেউ আছড়ে পড়েছে। আগামী তিন ঘণ্টার মধ্যে আরও বড় ঢেউ আঘাত হানতে চলেছে রাশিয়ায়।
বাবা ভাঙ্গার একটি ভবিষ্যদ্বাণী ছিল যে ২০২৫ সালের জুলাই মাসে একটি বড় সুনামি হতে পারে। যা ২০১১ সালের ভয়ংকর সুনামির থেকেও তিনগুণ বেশি ধ্বংসাত্মক হতে পারে — এমনটাই দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বাবা ভাঙ্গার একটি ভবিষ্যদ্বাণী নিয়ে।
সেই ভবিষ্যদ্বাণী নিয়ে জল্পনা চলছিল। বাবা ভাঙ্গা এই পৃথিবী এক বিস্ময়। বিশ্বে করোনা ও ২০২৫-এ সুনামি হবে বলে জানিয়ে দেন, অব্যর্থ এই ভবিষ্যত বাণী।
এই ভবিষ্যদ্বাণী নিয়ে বিশেষ করে জাপানের সংবাদ মাধ্যমগুলি আলোচনা করছে। এই ভবিষ্যদ্বাণীকে “নতুন বাবা ভাঙ্গা” বা “জাপানি বাবা ভাঙ্গা” বলে উল্লেখ করেছে। তাঁর ভবিষ্যদ্বাণী অনুসারে, জুলাই মাসে জাপানে একটি বড় ভূমিকম্প এবং সুনামি হতে পারে।
আরও পড়ুন- শক্তিশালী ভূমিকম্প রাশিয়ায়, সুনামির বিরাট ঢেউ উপকূলে
বাবা ভাঙ্গা, যিনি বুলগেরিয়ার একজন বিখ্যাত ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন, তিনি বিভিন্ন ঘটনার ভবিষ্যদ্বাণী করেছিলেন যা পরে মিলে গিয়েছিল। শৈশবে একটি দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান। তার পরে ‘ঐশ্বরিক’ দৃষ্টিশক্তি আসে বলে দাবি। তার ভবিষ্যদ্বাণীগুলির মধ্যে ছিল ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলা এবং চেরনোবিল বিপর্যয়। ইন্দিরা গান্ধীর হত্যা, ৯/১১ হামলা, ফুকুশিমা বিপর্যয়ের মত অনেক ঘটনা। এছাড়া ২০২৫ সালে একটি বড় যুদ্ধ বা আন্তর্জাতিক সংঘাতের ইঙ্গিতও দিয়েছিলেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাও রয়েছে তার মধ্যে।
দেখুন আরও খবর