বিতর্কিত পরিচালক রাম গোপাল বর্মা বিজেপি সমালোচনা করে থাকেন বরাবরই। সদ্য শেষ হওয়া পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতি তা ছড়িয়ে পড়েছিল সমগ্র দেশে। পশ্চিমবঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয়বার তৃণমূল সরকার গঠন করেছে। গো হারা হারতে হয়েছে বিজেপিকে। এবার তা নিয়ে কটাক্ষ করতে পিছপা হননি রামগোপাল। প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে পরিচালক ট্যুইটারে লিখেছেন, “মোদীজি আপনি বলেছিলেন ‘দিদি’ ফিনিশ! এখন কী বলবেন স্যার”। বাংলায় তৃণমূলের জয়ে খুশি প্রকাশ করে, করোনা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন পরিচালক। এছাড়াও একটি ভিডিও শেয়ার করে ‘দিদি ও দিদি… সিনেমা মমতা, মোদী, অমিতকে নিয়ে পোষ্ট করতে দেখা গেছে রামগোপালকে। যেখানে দেখা যাচ্ছে বাইক থেকে নেমে দুই যুবক রাস্তা দিয়ে একা হেঁটে যাওয়া একটি মেয়ের ব্যাগ ছিনতাই করতে যাচ্ছে। তারপর মেয়েটি ওই দুই যুবককে বোকা বানিয়ে ব্যাগ নিয়ে পালাচ্ছে। এই দু’জন যুবক হলেন মোদী ও অমিত শাহ। ওই মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়।
Html code here! Replace this with any non empty text and that's it.