Friday, August 15, 2025
HomeCurrent Newsলর্ডসে অভিষেকেই ২০০, নানান রেকর্ড ডেভনের

লর্ডসে অভিষেকেই ২০০, নানান রেকর্ড ডেভনের

Follow Us :

রেকর্ডের পর রেকর্ড। লর্ডসে খেলতে নেমে ডেভন কনওয়ে যে এভাবে রেকর্ডগুলো সব ওলোট পালোট করে দেবেন, তা কে জানতো ! প্রথম দিনেই সৌরভের রেকর্ড ছুঁয়ে লর্ডসে অভিষেক টেস্টে শতরান করার নজির গড়েছিলেন। আর দ্বিতীয় দিনেও লর্ডসের মাঠে নয়া নজির গড়ে ফেললো ডেভন কনওয়ের ব্যাট । দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করা এই কিউই দলের বামহাতি ব্যাটসম্যান তারকা প্রথমে ১৫৪ রানের গণ্ডি টপকানোর সঙ্গে সঙ্গেই মুছে দিলেন ১২৫ বছরের পুরনো একটি রেকর্ড। এতদিন ইংল্যান্ডের মাটিতে অভিষেকে সর্বোচ্চ স্কোর করার রেকর্ড ছিল কিংবদন্তি রঞ্জিত সিংজি-র (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫৪, ১৮৯৬ সাল)। দ্বিতীয় সর্বোচ্চ তালিকায় নাম ছিল প্রবাদপ্রতিম ডব্লিউজি গ্রেস-এর। ১৮৮০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫২ করেছিলেন। সেসব পিছনে চলে গেলো আরও।

এখানেই শেষ নয়। আরও আছে।
নিউজিল্যান্ডের কোনো ব্যাটসম্যানের ইংল্যান্ডের মাটিতে ব্যক্তিগত সবথেকে বেশি রান করার কৃতিত্ব এতদিন দখলে ছিল মার্টিন ডোনলির। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ১৯৭৬-এ বিভান কংডনের করা ১৭৫। ছক্কা হাঁকিয়ে ডেভন ২০০ করতেই সব আরও পিছনের সারিতে জায়গা নিল।

ভিনদেশের মাঠে টেস্টে অভিষেককারীদের ব্যক্তিগত স্কোর গুলো এক ঝলক দেখে নেওয়া যাক :
২৮৭- টিপ ফস্টার (সিডনি, ১৯০৩)
২২২- জ্যাক রুদলফ (দক্ষিন আফ্রিকা, চট্টগ্রাম টেস্ট ২০০৩)
২১০- কাইল মায়েরস (ওয়েস্ট ইন্ডিজ, চট্টগ্রাম, ২০২১)
২০০ – ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড, লন্ডন, ২০২১)
১৬৮- ফাওয়াদ আলম (পাকিস্তান, কলম্বো, ২০০৯)

অভিষেককারী হিসাবে লম্বা ইনিংস খেলে যাওয়ার ক্ষেত্রেও লর্ডসের মাটিতে তিনি আপাতত পয়লা নম্বরে ।

লর্ডস টেস্টের শুরুর দিনেই অপরাজিত সেঞ্চুরি করে লর্ডসের সাম্মানিক বোর্ডে নিজের নাম খোদাই করে ফেলেছেন ডেভন কনওয়ে। লর্ডসে অভিষেকেই সবথেকে বেশি রান গড়ার নিরিখে কনওয়ে ভেঙে দিয়েছিলেন সৌরভের ২৫ বছরের পুরনো রেকর্ড।

প্রথমদিনের শেষে ১৩৬ রানে অপরাজিত থেকে ফিরেছিলেন তিনি। নিউজিল্যান্ড দিনের শেষে তুলেছিল – ২৪৬/৩। কনওয়েকে যোগ্য সঙ্গত দিয়ে ছিলেন হেনরি নিকোলস (৪৬ নট আউট)।

এই ২০০ রানের ইনিংসটি ডেভনকে ইংল্যাণ্ডের মাটিতে অভিষেক করা ক্রিকেটারদের মধ্যে সকলের উপরে বসিয়ে দিল।
ডেভন আরও একবার প্রমাণ করলেন, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলে গেল আন্তর্জাতিক ম্যাচে সাফল্য আস্তে বাধ্য। ২৯ বছরের কনওয় ১০৮ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১২ বছর ধরে। দক্ষিণ আফ্রিকা থেকে নিউজিল্যান্ডে এসে টানা ৩টি বছর খেলে গেছেন ঘরোয়া ক্রিকেটে। তারপর যোগ্যতা অর্জন করতেই পেয়েছেন জাতীয় দলে খেলার সুযোগ। সেই প্রথম সুযোগেই নিজের জাতটি বুঝিয়ে দিয়েছেন।
আর বিরাট কোহলি? ১০৩ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২১ বছর বয়সে দেশের হয়ে খেলা শুরু করেছিলেন।

যাক সেসব কথা, দ্বিতীয় দিনের শেষেও এই টেস্টে “অ্যাডভান্টেজ” নিয়ে বসে নিউজিল্যান্ড। কিউই দল ম্যাচে এখনও এগিয়ে ২৬৭ রানে।

সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড ( প্রথম ইনিংস) ৩৭৮ ( ডেভন ২০০)।
ইংল্যান্ড ( প্রথম ইনিংস) ১১১/২
( রয় বার্নস ব্যাটিং ৫৯)

ছবি: সৌ – আইসিসি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Video thumbnail
RG Kar Incident | ১ বছর আগে রাত দখলের ডাক দেওয়া সেই রিমঝিম সিংহ আজ কী বললেন? দেখুন সরাসরি
00:00
Video thumbnail
RG Kar Incident | Raat Dakhal | রাত দখল কর্মসূচি নিয়ে কী বললেন ডঃ তমোনাশ চৌধুরী? দেখুন এই ভিডিও
05:35
Video thumbnail
Politics | ভোটার তালিকায় মৃ/ত তাঁরা রাহুলের সঙ্গে চা খেলেন যারা
04:58
Video thumbnail
Politics | আ/ক্রান্ত শ্রমিক, বাঙালি হওয়া অপরাধ ঠিকানা- বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ
05:22
Video thumbnail
RG Kar Incident | Raat Dakhal | বিনিদ্র রাতের ১ বছর, যাদবপুর থেকে রুবি কী ছবি? দেখুন সরাসরি
17:19
Video thumbnail
Politics | যতই হোক শূন্য আসন প্রদেশ কংগ্রেসে ১৭৯ জন
05:36
Video thumbnail
Politics | কাউন্সিলর ফাঁকি দিচ্ছেন কর, অভিযোগ করলেন আরেক কাউন্সিলর
04:44
Video thumbnail
Politics | প্রশ্ন করতেই বিধায়ক চটলেন অ/ক/থ্য ভাষায় গা/লাগা/লি করলেন
05:34
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
03:43:46
Video thumbnail
Bangla Bolche | TMC vs BJP | পিছনের দরজা দিয়ে বাংলা জয়ের চেষ্টা?
02:35