শহর কলকাতায় করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমান ভ্যাক্সিনেশন সেন্টার শুরু করার মধ্য দিয়ে অভিনব ব্যবস্থা গ্রহণ করল কলকাতা পুরসভা। শহরের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সবজি বিক্রেতা, অটোরিকশা চালক, বাস চালক, দোকানদার হকার থেকে শুরু করে সুপার স্পেডার গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত সব মানুষদের জন্য এই ভ্রাম্যমান শীততাপ নিয়ন্ত্রিত বাসে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করা হল। অনেক সময়ই দেখা যাচ্ছে কাজের চাপে এই ধরণের সুপার স্প্রেডার গ্রুপের সদস্যরা সময়মতো টিকাকরণ কেন্দ্র গুলিতে পৌঁছতে না পারার কারণে তাঁরা ভ্যাকসিন দেওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এই কারণেই রাজ্যের পরিবহনমন্ত্রী তথা কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম রাজ্য পরিবহণ নিগমের শীততাপ নিয়ন্ত্রিত বাসের মাধ্যমে টিকাকরণের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন বলে এদিন তিনি জানান। আগামী দিনে শহর কলকাতায় এ ধরণের শীততাপ নিয়ন্ত্রিত আরো বেশ কয়েকটি বাসকে প্রস্তুত করে টিকাকরণের কাজ শুরু করার জন্য রাস্তায় নামানো হবে বলেও জানান তিনি। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সময় মতো ও চাহিদামত টিকার যোগান যদি পারা যায় তবে এ ধরণের একাধিক প্রক্রিয়ার মাধ্যমে, দ্রুত টিকাকরণের কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে এ দিন জানান ফিরহাদ।
Html code here! Replace this with any non empty text and that's it.