কলকাতা টিভি ওয়েব ডেস্ক: মাঝ রাস্তায় বাসের মধ্যে বিস্ফোরণ। বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই একটি বাসে বিস্ফোরণের ঘটে। ঘটনাটি ঘটেছে মধ্য রাশিয়ার ভোরোনেজ শহরে।
রাশিয়ার স্থানীয় সময় অনুযায়ী রাত ৯টা ১০ নাগাদ বিস্ফোরণটি ঘটে। চলন্ত ওই বাসের মধ্যে প্রায় ৩০ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। আঞ্চলিক স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, যাত্রীদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ১৫ জন আহত হয়েছে তাঁদের মধ্যে ২ জন গুরুতর আহত।
আরও পড়ুন- ব্যাঙ্কের ২০ কোটি টাকা নিয়ে গায়েব গাড়ির চালক
রাশিয়ার এফএসবি (FSB) নিরাপত্তা প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন। বাস বিস্ফোরণ ঠিক কী কারণে হয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখছেন তাঁরা।
আরও পড়ুন- টানা ১৫ মাস ধরে দেশ ভ্রমণের পর ঘরে ফিরছে দাঁতালের দল
অন্যদিকে বৃহস্পতিবার সকালে রাশিয়ার পূর্বদিকের কামচাটকা পেনিনসুলা এলাকায় মাঝ আকাশ থেকে ভেঙে পড়েছিল একটি কপ্টার। ঘটনায় ৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ৭ জনের খোঁজ এখনও পাওয়া যায়নি।