সভাপতি ছাড়াই সম্পন্ন হল মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভা। শনিবার বিকেলে ক্লাব লনে অনুষ্ঠিত বার্ষিক সভায় প্রায় পাঁচশোর মতো সদস্য উপস্থিত ছিলেন। ক্লাবের এখন কোনও প্রেসিডেন্ট নেই। তাই অন্যতম সহসভাপতি, রাজ্যের মন্ত্রী অরূপ রায় সভায় সভাপতিত্ব করেন। আগামি দিনের কর্মসূচি নিয়ে আলোচনার সময় সচিব দেবাশিস দত্ত জানান, অদূর ভবিষ্যতে সদস্যদের সদস্য কার্ড নবীকরণের জন্য আর ক্লাবে আসতে হবে না। অন লাইনেই কার্ড নবীকরণ করা যাবে। এবং তার পর নতুন সদস্য কার্ড বাড়িতে পৌছে দেওয়া হবে। এদিনকেই জানা যায় সামনের মাসে এ এফ সি কাপের গ্রুপ লিগে মোহনবাগানের তিনটে ম্যাচের মধ্যে দুটি ম্যাচ পড়েছে দুপুর দুটোয়। সেই দুটিতে মোহনবাগানকে খেলতে হবে ১৮ মে কেরালার গোকুলম এফ সি এবং ২১ মে বাংলাদেশের বসুন্ধরা কিংসের সঙ্গে। শুধু ২৪ মে মালদ্বীপের মেজিয়া এফ সি-র সঙ্গে মোহনবাগানের খেলা দেওয়া হয়েছে সন্ধ্যা ছটায়। মে মাসের প্রচণ্ড দাবদাহের মধ্যে দুপুর দুটোয় খেলা নিয়ে সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা যায়। সচিব আশ্বাস দিয়েছেন, বিষয়টি নিয়ে এ এফ সি-র সঙ্গে আলোচনা করবেন। কয়েকজন সদস্য ক্লাবের ফুটবল টিমের আগে এটিকে নামের অবলুপ্তি নিয়ে দাবি জানান। সচিব বলেছেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে ব্যাপারটা সময়সাপেক্ষ। এদিনের সভায় প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু তো আসেননি, আসেননি তাঁর ভাই সহসভাপতি সৌমিক বসুও।
Html code here! Replace this with any non empty text and that's it.